প্রকাশ : ১৯ জানুয়ারি ২০২১, ০৪:৫৯
ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কনক বড়ুয়াকে প্রত্যাহার
ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতের ম্যাজিস্ট্রেট কনক বড়ুয়াকে তার বর্তমান কর্মস্থল থেকে প্রত্যাহার করা হয়েছে।
|আরো খবর
সোমবার আইন মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগ থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
এতে বলা হয়, বাংলাদেশ সুপ্রিম কোর্টের সঙ্গে পরামর্শক্রমে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেসির মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কনক বড়ুয়াকে বর্তমান কর্মস্থল থেকে প্রত্যাহার করে আইন ও বিচার বিভাগের সংযুক্ত করা হলো। জনস্বার্থে এ আদেশ জারি করা হলো।
একইসঙ্গে কনক বড়ুয়াকে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মনোনীত কর্মকর্তার নিকট মঙ্গলবার বর্তমান পদের দায়িত্বভার অর্পণ করে অবিলম্বে আইন ও বিচার বিভাগে যোগদানের নির্দেশ দেওয়া হয়।
আরও পড়ুন- ইশরাককে আত্মসমর্পণের নির্দেশ
বাংলাদেশ জার্নাল/আর