ঢাকা, শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১ আপডেট : ১৯ মিনিট আগে
শিরোনাম

বর্ষায় ভেজা কাপড়ের স্যাঁতস্যাঁতে গন্ধ দূর করবেন যেভাবে

  নাহিদা রিনথী

প্রকাশ : ২৪ জুন ২০২১, ১৬:৩০

বর্ষায় ভেজা কাপড়ের স্যাঁতস্যাঁতে গন্ধ দূর করবেন যেভাবে
ছবি প্রতীকী

বর্ষাকাল মানেই ভেজা জামাকাপড় নিয়ে কপালে চিন্তার ভাঁজ। এই স্যাঁতস্যাঁতে আবহাওয়ায় ভেজা কাপড় যেন শুকাতেই চায় না। যার ফলে কাপড় থেকে বের হয় দূর্গন্ধ। তবে বর্ষায় সাদা কাপড় পড়লে দাগ পড়ে যায়। এছাড়াও বর্ষার কাচা কাপড় আলমারিতে এক টানা রেখে দিলেও ছত্রাক পড়ে যায়। তবে এই গন্ধ দূর করার কিছু উপায়ও আছে। যেগুলো জেনে রাখা ভালো।

অনেক ক্ষেত্রে দেখা যায় অপরিস্কার কাপড় ওয়াশিং মেশিনের ভেতর বা লন্ড্রির ঝুড়িতে রেখে দেয়া হয়। ভাবা হয় জমলে পরে একসাথে ধোয়া যাবে। বর্ষাকালে এভাবে কাপড় রাখলে দুর্গন্ধ আরো বেড়ে যায় সঙ্গে ময়লাও গাঢ় হয়। তাই এ সময় কাপড় বেশিদিন জমিয়ে না রাখাই ভালো।

বর্ষাকালে সাদা কাপড় পড়লে খুব সহজেই দাগ পড়ে যায়। যা কিছুতেই উঠতে চায় না, দেখতেও খারাপ দেখায়। আবার বাজে গন্ধও বের হয়। এক্ষেত্রে যা করতে পারেন সেটা হলো ভিনিগার ও বেকিং সোডা যোগ করে কাপড় কেচে নিন। দুর্গন্ধ দূর করতে এই উপাদানগুলো বেশ কাজ করে।

জীবাণু ও ছত্রাকের হাত থেকে পোশাককে বাঁচাতে কাপড় কাচার আগে অবশ্যই কিছুক্ষণের জন্য পানিতে ভিজিয়ে রাখুন।

কাপড় শুকাতে রোদের জন্য অপেক্ষা না করে ঘরে, জানালার কাছাকাছি বা ফ্যানের নিচে কাপড় ঝুলিয়ে রাখলে খুব সহজে শুকানো যায়।

বাংলাদেশ জার্নাল/এনআর/ওয়াইএ

  • সর্বশেষ
  • পঠিত