ঢাকা, রোববার, ২৮ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১ আপডেট : ৩ মিনিট আগে
শিরোনাম

বডি স্প্রেতে জামা নষ্ট হলে কী করবেন?

  জার্নাল ডেস্ক

প্রকাশ : ২০ অক্টোবর ২০১৮, ১০:৪৪  
আপডেট :
 ২০ অক্টোবর ২০১৮, ১০:৫৯

বডি স্প্রেতে জামা নষ্ট হলে কী করবেন?

কাজে বা উৎসবে, বাইরে যাওয়া হলে সুগন্ধী বা বডি স্প্রে তো অনেকেই লাগান। এতে আপনার পছন্দের জামা হতে পারে নষ্ট। এমন হলে কি করবেন তা বুঝে পাচ্ছেন না? জেনে নিন কিছু কৌশল।

বডি স্প্রে লাগানোর পরই জামা পরবেন না। নতুন জামার উপর স্প্রে করলেই কিন্তু জামা সাদা হয়ে যেতে পারে। তাই বডি স্প্রে লাগানোর পর তা শুকনোর জন্য কিছুটা সময় দিন। এরপর জামা পড়ুন।

এই নিয়ম মেনে চলার পরও সমাধান না হলে বদলাতে হবে বডি স্প্রেটি। তবে জামায় যদি দাগ লেগেই যায় তবে তা পরিষ্কার করবেন কীভাবে? সে সমস্যারও সমাধান রয়েছে।

বাড়িতে এসে ঘামে ভেজা জামা আগেই শুকাতে দেবেন না। তার বদলে ঘাম লাগা অংশ একটি নরম কাপড় বা টিস্যু পেপার দিয়ে মুছে নিন।

ঘেমে জায়গা শুকিয়ে না গেলে ব্যবহার করতে পারেন স্কিন টোনার। এরপর ওই জামাটি বাতাসে শুকিয়ে নিন। এই সহজ পদ্ধতিগুলো মেনে চললেই জামা নষ্ট হওয়ার দুশ্চিন্তা থেকে মুক্তি পেতে পারেন আপনি।

আরএ/

  • সর্বশেষ
  • পঠিত