ঢাকা, শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১ আপডেট : ১৪ মিনিট আগে
শিরোনাম

মাথার টাক দূর হবে ডিমে

  জার্নাল ডেস্ক

প্রকাশ : ১৮ ডিসেম্বর ২০১৮, ১৩:৫৭  
আপডেট :
 ১৮ ডিসেম্বর ২০১৮, ১৪:০৫

মাথার টাক দূর হবে ডিমে

মানুষের চেহারায় সৌন্দর্য কয়েক গুণ বাড়িয়ে দেয় মাথা ভরা ঘন চুল। আর এই ঘন চুলের কদর তাই নারী-পুরুষ উভয়ের কাছেই আছে। কিন্তু আধুনিক জীবনযাত্রা, কর্মব্যস্ততার যুগে আলাদা করে চুলের যত্ন নেয়ার সময় অনেকেরই হয় না। ফলে একটা বয়সে আসার পর চুল পাতলা হতে শুরু করে এবং একটা সময়ে টাকের সমস্যা তৈরি হয়। আর যার এই সমস্যায় ভুগছেন তা নিশ্চয়ই অনেক কিছু ব্যবহার করেছেন। তবে এবার ঘরোয়া এই সমাধানটি ব্যবহার করে দেখতে পারেন।

একটি পাত্রে ডিম ফাটিয়ে নিন। তাতে এক টেবিল চামচ ক্যাস্টর অয়েল মিশিয়ে নিন। ক্যাস্টর অয়েলের পরিবর্তে নারিকেল তেলও ব্যবহার করতে পারেন। এই মিশ্রণ ভাল করে ফেটিয়ে একটা মাস্ক তৈরি করে নিন।

সপ্তাহে তিন দিন এই মাস্ক ভাল করে চুলের গোড়া থেকে ডগা পর্যন্ত লাগিয়ে নিন। মাথার তালুতেও ম্যাসাজ করুন। এবার আধ ঘণ্টা রেখে ঠাণ্ডা পানি দিয়ে ধুয়ে শ্যাম্পু করে নিন।

শ্যাম্পুর পর চুলে হালকা কন্ডিশনার লাগিয়ে আবার ধুয়ে ফেলুন। ডিমে থাকা প্রোটিন, ভিটামিন বি ১২, আয়রন, জিঙ্ক এগুলো চুলের বৃদ্ধি ও ঘনত্ব বাড়াতে বিশেষ কাজ করে।

আরএ/

  • সর্বশেষ
  • পঠিত