ঢাকা, শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১ আপডেট : ১৬ মিনিট আগে
শিরোনাম

খেজুর গুড়ে কমবে ব্রণ

  জার্নাল ডেস্ক

প্রকাশ : ৩১ জানুয়ারি ২০১৯, ১৭:৪৪

খেজুর গুড়ে কমবে ব্রণ

বাঙালিদের সাধারণত খাবার শেষে মিষ্টি ছাড়া চলে না। তার উপর আবার যদি হয় শীতকাল। তবে তো আর কথাই নেই। এই সময়ে খেজুরের গুড়ের পিঠা ছাড়া তো কোনো ভাবেই চলে না। কিন্তু আপনি কি জানেন গুড় খেলে আরো বেশি আকর্ষণীয়ও হয়ে উঠতে পারে আপনার ত্বক।

আপনার কি ব্রণের সমস্যা অনেক বেশি? এই সমস্যা সমাধান করতে পারে গুড়। প্রতিদিন অল্প গুড় খেলেই আপনার ত্বকের হারানো উজ্জ্বলতা ফিরে পাবে। শুধু তাই নয় কমবে ব্রণও। এছাড়াও মুখে থাকা নানা দাগও পরিষ্কার করতে পারে গুড়।

এমন কি চুল পড়ার সমস্যাও কমায় গুড়। একটি পাত্রে মুলতানি মাটি নিন। এবার তাতে দুই চামচ গুড় দিন। সামান্য মধুও দিতে পারেন। এবার সামান্য পানি দিয়ে একটি মিশ্রণ তৈরি করুন। প্রতিদিন নিয়ম করে এই মিশ্রণটি চুলে লাগান। দশ মিনিট রেখে পানি দিয়ে ধুয়ে ফেলুন। দেখবেন কয়েক দিনের মধ্যে চুল পড়া থেকে মুক্তি পাবেন আপনি।

ত্বকের দাগ দূর করার জন্য একটি পাত্রে টমেটোর রস নিন। তাতে এক চামচ গুড় দিন। কয়েক ফোঁটা লেবুর রস মেশান। এবার ওই মিশ্রণটি মুখে লাগিয়ে ১৫ মিনিট পর পানি দিয়ে ধুয়ে ফেলুন।

আরএ/

  • সর্বশেষ
  • পঠিত