ঢাকা, শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১ আপডেট : ৮ মিনিট আগে
শিরোনাম

নতুন দেশে ঘুরতে গেলে যা করবেন না

  জার্নাল ডেস্ক

প্রকাশ : ১১ এপ্রিল ২০১৯, ১৭:৫১

নতুন দেশে ঘুরতে গেলে যা করবেন না

একেক দেশের একেক রীতি-নীতি, একেক নিয়ম-কানুন। এক দেশে যেটা ভদ্রতা, অন্য দেশে সেটা হতে পারে অপমানজনক। অন্যের দেশে বেড়াতে গিয়ে অবশ্যই মনে রাখতে হবে কিছু বিষয় যা কখনই করা যাবে না।

হোটেলের সার্ভিস যতই ভাল হোক, জাপানে কখনো কাউকে টিপস দিতে যাবেন না। এতে তারা অপমানিত বোধ করতে পারেন।

রাশিয়ায় বেড়াতে গেলে কখনোই অচেনা মানুষদের দিকে তাকিয়ে ভদ্রতাসূচক হাসি দেবেন না।

ভারতে বা পাকিস্তানে কখনো বাম হাত ব্যবহার করে খাওয়া-দাওয়া করবেন না।

চীনে বেড়াতে গেলে কখনোই প্লেটের সবকিছু খেয়ে নেবেন না। অল্প একটু খাবার রেখে দিন। এটা শেফের জন্য প্রশংসাসূচক।

নরওয়েতে কখনোই গাড়ির হর্ন বাজাবেন না।

ফ্রান্সে বেড়াতে গেলে অন্য নিয়ম। আন্তরিক স্বভাবের ফ্রেঞ্চরা দেখা হলে হ্যালো না জানিয়ে চলে যাওয়াকে ভাল ভাবে গ্রহণ করেন না।

জার্মানিতে কারো সঙ্গে কথা বলার সময়ে পকেটে হাত দিয়ে রাখবেন না

আয়ারল্যান্ডে গেলে ট্যাক্সি বা ক্যাবে উঠলে ড্রাইভারের পাশে বসতে হবে। যাত্রী হিসেবে পেছনে বসা যাবে না।

সাউথ আমেরিকা বেড়াতে গেলে কখনোই যুক্তরাষ্ট্রকে আমেরিকা বলা যাবে না।

ভারতে কেউ আপনাকে উপহার দিলে সঙ্গে সঙ্গেই তা খুলে দেখা হতে পারে লোভী আচরণ।

নেদারল্যান্ডে পরিচয়ের শুরুতেই কারো পেশার ব্যাপারে জানতে চাওয়া অভদ্রতা মনে করা হয়।

ফ্রান্সসহ বেশির ভাগ দেশেই সবার সামনে নাক পরিষ্কার করা বা নাক ঝাড়া খুবই খারাপ একটি আচরণ হিসেবে ধরা হয়।

আরএ/

  • সর্বশেষ
  • পঠিত