ঢাকা, শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১ আপডেট : ৩ মিনিট আগে
শিরোনাম

বর্ষায় থানচি ভ্রমণে সাবধান!

  জার্নাল ডেস্ক

প্রকাশ : ০৭ জুলাই ২০১৯, ১৩:৫৭  
আপডেট :
 ০৭ জুলাই ২০১৯, ১৪:০৩

বর্ষায় থানচি ভ্রমণে সাবধান!

বর্ষা মৌসুমে অনেকেই পাহাড়ি এলাকাগুলোতে ভ্রমণে যান। যার মধ্যে বান্দরবানের থানচি একটি। তবে ভারী বর্ষণের কারণে বান্দরবানের থানচি উপজেলার সাঙ্গু নদীর পানির প্রবাহ বৃদ্ধি পেয়েছে। তাই এই এলাকায় যাতায়াতে কিছুটা ঝুঁকি বেড়েছে। এছাড়া প্রশাসন থেকেও ভারী বর্ষার সময়ে ভ্রমণে সচেতন করা হয়েছে।

জানা গেছে, দুই দিনের টানা বৃষ্টির কারণে সাঙ্গু নদীতে প্রচুর পানি বেড়ে যাওয়ায় নৌপথে থানচির পর্যটনকেন্দ্রগুলো ভ্রমণে নিরাপত্তা ঝুঁকিতে পড়তে হতে পারেন পর্যটকরা।

এছাড়া নদীতে পানি বেশি হওয়ার নৌ চলাচল বন্ধ থাকায় পর্যটনকেন্দ্রগুলোতে ঘুরতে আসলেও কোনো নৌকা পাওয়া যাবে না। স্থানীয়রাও নৌ পথে যাতায়াত বন্ধ রেখেছেন। তবে নদীর অবস্থা স্বাভাবিক হলে আগের মত আবারো পর্যটকরা থানচিতে বেড়াতে আসতে পারবেন।

সারি সারি সবুজ পাহাড়, আর পাহাড়ের বুক চিরে বয়ে চলা সাঙ্গু নদী। সাঙ্গুর বুকে প্রাকৃতিকগত ভাবেই ধাপে ধাপে সাজানো আছে বড় বড় পাথর। এসবের টানেই দুর্গম পথ পাড়ি দিয়ে প্রাকৃতিক সৌন্দর্যের উপজেলা থানচি ভ্রমণে আসেন দেশের বিভিন্ন পর্যটকরা।

থানচির নাফাখুম, আমিয়াখুম, ভেলাখুম, বড় পাথর, রেমাক্রী, আন্ধারমানিক, তিন্দু ও বড় মদক এলাকায় প্রতি বছর হাজার হাজার পর্যটক ভ্রমণ করে থাকে।

আরএ/

  • সর্বশেষ
  • পঠিত