ঢাকা, রোববার, ২৮ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১ আপডেট : ৮ মিনিট আগে
শিরোনাম

মিশরে সাংবাদিকতা অপরাধ!

  আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ০৩ মে ২০২০, ২০:৩৮

মিশরে সাংবাদিকতা অপরাধ!

মিশরের বর্তমান সরকারের কাছে সাংবাদিকতা অনেকটা অপরাধ হিসেবে গণ্য। অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল রোববার জানায় যে, বিগত ৪ বছর ধরে মিশরীয় কর্তৃপক্ষ সাংবাদিকতাকে অপরাধ বলে গণ্য করেছে। তাই কর্তৃপক্ষ সংবাদ মাধমের ওপর কঠোর নজরদারি আরোপ এবং অনেক ক্ষেত্রে বহু মাধমের তৎপরতা স্তব্ধ করে দিয়েছে বলে সংস্থাটি জানায়।

অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের মধ্যেপ্রাচ্য পরিচালক, ফিলিপ লুথার বলেন, কর্তৃপক্ষ এটা স্পষ্ট করে দিয়েছে যে,যারাই সরকারি ব্যাখ্যার বিরোধিতা করবে, তারাই চরম শাস্তির মুখোমুখি হবে। মিশরে বর্তমানে মিথ্যা সংবাদ প্রচারের অভিযোগে ৩৭জন সাংবাদিককে আটক রাখা হয়েছে।

ক্ষমতাসীন প্রেসিডেন্ট আব্দেল ফাতাহ আল সিসি ২০১৩ সালে ক্ষমতা গ্রহণের পর মিশরের বেশির ভাগ টেলিভিশন ও রেডিও মাধ্যম সরকারের পক্ষে অবস্থান নেয়; অন্যথায় তাদের ভয় ছিল যে, তাদের নিস্তব্ধ করে দেয়া হতে পারে।

বাংলাদেশ জার্নাল/আরকে

  • সর্বশেষ
  • পঠিত