ঢাকা, শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১ আপডেট : ১৪ মিনিট আগে
শিরোনাম

ভুলে ভরা ঢাবি শিক্ষক সমিতির শোক বার্তা

  ঢাবি প্রতিবেদক

প্রকাশ : ০৫ জানুয়ারি ২০২১, ১৯:২৩  
আপডেট :
 ০৫ জানুয়ারি ২০২১, ২০:০৩

ভুলে ভরা ঢাবি শিক্ষক সমিতির শোক বার্তা
ছবি: ফেসবুক থেকে সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষক সমিতি থেকে সম্প্রতি পাঠানো এক শোক বার্তা সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। সেখানে বেশ কয়েকটি বানান ভুল লক্ষ্য করা গেছে।

খোঁজ নিয়ে জানা গেছে ঢাবির সাবেক শিক্ষক অধ্যাপক আহমদ কবিরের মৃত্যুতে গত সোমবার শোকবার্তায় জানায় ঢাবি শিক্ষক সমিতি।

বানান ভুলকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগ মাধ্যমে শোক বার্তার ছবি পোস্ট করে সমালোচনা করেছেন অনেকেই। ঢাবির বিভিন্ন ফেসবুক গ্রুপে এরই মধ্যে ছড়িয়ে পড়েছে ছবিটি।

শোক বার্তায় দেখা গেছে, অধ্যাপক আহমদ কবিরের নামের বানানই ভুল হয়েছে চারবার। এছাড়া আরো তিন জায়গায় বানান ভুল রয়েছে।

ছবি: ফেসবুক থেকে সংগৃহীত

এ প্রসঙ্গে যোগাযোগ করা হলে ঢাবি শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মো. রহমত উল্লাহ গণমাধ্যমকে বলেন, স্যারের নাম হয়তো কোন ডকুমেন্টে এভাবেই লেখা আছে, তা দেখেই লেখা হয়েছে। আমাদের যারা টাইপ করে তাদের প্রমিত বাংলা সম্পর্কে ধারণা কম। আবার অনেক ডকুমেন্টে অনেকভাবে নামগুলো পাওয়া যায়। তাই এগুলো ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখা ভালো।

শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মো. নিজামুল হক ভূঁইয়া বানান ভুল অসাবধানতার কারণেই হয়েছে বলে গণমাধ্যমের কাছে দাবি করেছেন।

বাংলাদেশ জার্নাল/এইচকে

  • সর্বশেষ
  • পঠিত