ঢাকা, মঙ্গলবার, ০৭ মে ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১ আপডেট : ৩৩ মিনিট আগে
শিরোনাম

বিপদে এগিয়ে আসলেই বন্ধু হয় না

  রিয়াজুল হক

প্রকাশ : ৩১ মার্চ ২০২১, ২২:১০  
আপডেট :
 ০১ এপ্রিল ২০২১, ১২:৩৬

বিপদে এগিয়ে আসলেই বন্ধু হয় না

কয়েকদিন আগের ঘটনা। আমার এক বন্ধুর আত্মীয় একটি স্কুলের শিক্ষক। একটি বিশেষ কারণে তার কিছু টাকার প্রয়োজন হয়। তিনি ব্যাংক থেকে তিন লাখ টাকা তুলে হাত ব্যাগে করে টাকা নিয়ে বাসায় আসছিলেন। সঙ্গে কেউ ছিলো না।

আসার পথে রাস্তায় ছোট একটি দুর্ঘটনার শিকার হলে দুই জন ব্যক্তি উনাকে হাসপাতালে নিয়ে যান। হাসপাতালে ভর্তি করে তারা চলে যান। ভেবেছিলেন উপকারী বন্ধু। ডাক্তার হাঁটুতে, হাতে, মাথায় ব্যান্ডেজ করা করে দেয়ার বেশ কিছু সময় পর তিনি হাত ব্যাগটির ভেতরে দেখলেন। সবকিছুই ঠিক আছে। শুধুমাত্র সেই তিন লাখ টাকা নেই।

বুঝতে পারলেন, যারা তাকে হাসপাতালে নিয়ে এসেছিলেন, তাদের দুজনের কেউ সেই টাকা সরিয়ে ফেলেছে। কারণ হাসপাতালে আনার সময় তাদের কাছেই হাত ব্যাগটি ছিল। দুর্ঘটনার পর তিনি প্রায় অজ্ঞান হওয়ার মত অবস্থায় ছিলেন।

একজন স্কুল শিক্ষকের কাছে তিন লক্ষ টাকা কতটা মূল্যবান, সেটা আমরা সবাই বুঝতে পারি। আলাদাভাবে ব্যাখ্যা করার দরকার হয় না। যে কোন বিপদে পরলে, অবশ্যই সতর্ক থাকতে হবে। কারণ কে যে বিপদের বন্ধু এবং কে বিপদের সময় সুযোগ সন্ধানী, সেটা বুঝতে গেলেও সময়ের প্রয়োজন।

লেখক:যুগ্ম পরিচালক, বাংলাদেশ ব্যাংক

  • সর্বশেষ
  • পঠিত