ঢাকা, শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১ আপডেট : ২ ঘন্টা আগে
শিরোনাম

মনিষা বিশ্বাসের কবিতা ‘নিরুপমা স্রোতস্বিনী’

  শিল্প-সাহিত্য ডেস্ক

প্রকাশ : ১০ মে ২০২১, ০২:২৬  
আপডেট :
 ১০ মে ২০২১, ০২:৩০

মনিষা বিশ্বাসের কবিতা ‘নিরুপমা স্রোতস্বিনী’
ছবি- লেখক

তটিনী তোমার উপচে পড়া

ঢেউয়ের সাথে মিশে যেতে চাই মন,

তুমি পূর্ণ জোয়ার জলে; দুকূল ছাপে,

না পেলে হৃদয় জুড়ে অনশণ।

দুকূল বেয়ে তোমায় ঘিরে

এ কেমন পঠন,

অজানা রহস্য জানতে গিয়ে

জীবনে নেমেছে অনটন।

দুটি পাড় জুড়ে রয়েছে তোমার

বিটপী আর মানবের বাস,

এক পাড় গড়া এক পাড় ভাঙ্গা

এ যেন তোমার আদি অভ্যাস।

গড়ন তোমার লম্বাটে

আর সুদূর প্রসারী,

ঠিক যেন সুন্দরী রমণী

পরনে তোমার শাড়ি।

আদি থেকে মায়ের মত

সহ্য ক্ষমতা তোমার,

তোমার বুকেতে মীনের বাস

মানবের জীবীকা; আহার।

আজ তোমার বুকেতে চলছে কত

পাশব অত্যাচার,

কেউবা করছি অশুদ্ধ তোমায়

কেউবা স্বেচ্ছাচার।

কতকিছু সহ্য করে তুমি

আমাদের জীবন করেছ গতিময়,

তোমার চরণে ঠেকাই মাথা

ওগো নিরুপমা স্রোতস্বিনী- তুমি উদার অতিশয়।

বাংলাদেশ জার্নাল/এমএস

  • সর্বশেষ
  • পঠিত