ঢাকা, শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১ আপডেট : ১ ঘন্টা আগে
শিরোনাম

মালয়েশিয়ার সাংস্কৃতিক উৎসবে চ্যাম্পিয়ন হলো বাংলাদেশ

  মালয়েশিয়া প্রতিনিধি

প্রকাশ : ১৫ নভেম্বর ২০২২, ০০:৫৯

মালয়েশিয়ার সাংস্কৃতিক উৎসবে চ্যাম্পিয়ন হলো বাংলাদেশ
ছবি: প্রতিনিধি

মালয়েশিয়ায় সেগি বিশ্ববিদ্যালয়ে বিশ্বের ২০টি দেশকে হারিয়ে আন্তর্জাতিক সাংস্কৃতিক উৎসবে কস্টিউম ক্যাটাগরিতে প্রথম স্থান অর্জন করেছে বাংলাদেশের শিক্ষার্থীরা। এ অর্জনে বাংলাদেশি কমিউনিটির প্রশংসায় ভাসছেন দেশটিতে অধ্যয়নরত বাংলাদেশি শিক্ষার্থীরা।

উৎসবে প্রথম স্থান অর্জনের পুরস্কারটি সেগি ইউনিভার্সিটির বাংলাদেশি স্টুডেন্ট অ্যাম্বাসেডর তাবাসসুম মোস্তফা অথৈয়ের হাতে তুলে দেন ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. অজরিন ইসমাদি বিন অরিফিন।

১১ নভেম্বর সন্ধ্যায় কুয়ালালামপুরের কোটাদামানসারা সেগি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের মাল্টিপারপাস হলে বাংলাদেশ, মালয়েশিয়া, ভারত, শ্রীলঙ্কা, সুদান, পাকিস্তান, ইজিপ্ট, মোজাম্বিকসহ ২০টি দেশের শিক্ষার্থীদের নিয়ে উৎসবে এই জয় অর্জন করে বাংলাদেশি শিক্ষার্থীরা।

সেরা হওয়ার অনভূতি জানিয়ে সেগি ইউনিভার্সিটির বাংলাদেশি স্টুডেন্ট অ্যাম্বাসেডর তাবাসসুম মোস্তফা অথৈ জানান, এই অর্জন শুধু আমাদের নয়, সমগ্র বাংলাদেশের অর্জন। ১৯টি দেশকে হারিয়ে বাংলাদেশ প্রথম স্থান অর্জন করেছে। আমাদের কষ্ট সার্থক মনে হচ্ছে।

সেগি ইন্টারন্যাশনাল স্টুডেন্ট সোসাইটির প্রেসিডেন্ট আম্বার আহমেদ জানান এই অর্জন বাংলাদেশি শিক্ষার্থীদের অনুপ্রেরণা জুগিয়েছে। ভিনদেশি শিক্ষার্থীরা বাংলাদেশকে একটা মডেল হিসেবে দেখছে। এ অর্জনে বিশ্বের বুকে বাংলাদেশের পরিচিতি আরও বাড়িয়ে দিয়েছে।

অনুষ্ঠানটি উপভোগ করেন কুয়ালালামপুরে বাংলাদেশ দূতাবাসের কাউন্সেলর (রাজনৈতিক) ফারহানা আহমেদ চৌধূরীসহ বিভিন্ন দেশের রাষ্ট্রদূত, সেগি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, সাংবাদিক, ব্যাবসায়ী, শিল্পীসহ মালয়েশিয়ার বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত শিক্ষার্থীরা।

ফারহানা আহমেদ চৌধূরী এ বিষয়ে বলেন, আমাদের স্বার্থকতা বহির্বিশ্বে বাংলাদেশি শিক্ষার্থীরা বাংলাদেশকে ব্র্যান্ডিং করছে। বিশ্ববিদ্যালয়ের সুন্দর এ আয়োজনে বাংলাদেশ প্রথম হয়েছে, প্রবাসে নিজেকে ধন্য মনে করছি।

বাংলাদেশ জার্নাল/এমএ

  • সর্বশেষ
  • পঠিত