ঢাকা, বৃহস্পতিবার, ৩০ নভেম্বর ২০২৩, ১৫ অগ্রহায়ণ ১৪৩০ আপডেট : ৩৯ মিনিট আগে
শিরোনাম

৯৯৯ এ মায়ের বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ শিশুর

  নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ২১ এপ্রিল ২০২৩, ২০:৩০

৯৯৯ এ মায়ের বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ শিশুর
সংগৃহীত ছবি

মায়ের বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ করেছে রাফসান হোসেন তামিম (৮) নামের এক শিশু। শুক্রবার বিকেলে ৯৯৯ এ ফোন করে এই অভিযোগ করে শিশুটি। অভিযোগের ভিত্তিতে তামিমের মা তানজিমা মেস্তফা আরজুকে আটক করেছে পুলিশ।

অভিযোগকারী তামিম মিরপুর ৬০ ফিট এলাকার নলেজ হেভেন নামে একটি কিন্ডারগার্টেনের প্রথম শ্রেণির শিক্ষার্থী।

অভিযোগে শিশুটি জানায়, তার বাবা-মায়ের মধ্যে প্রায়ই ঝগড়া হয়। আর এ কারণে তার মা শুধু তাকে মারধর করে।

শিশুটি আরও জানায়, তার বাবা তাকে বলেছে কখনও কোনো বিপদে পড়লে ৯৯৯ এ ফোন করতে। ফোন করলে পুলিশ আসে। সে কথা মোতাবেকই সে ৯৯৯ এ ফোন করে। ৯৯৯ থেকে তামিমের সাথে সরাসরি মিরপুর মডেল থানার ওসি মোহাম্মদ মহসীনকে সংযুক্ত করা হয়। ফোন পাওয়ার সাথে সাথেই মিরপুর মডেল থানা পুলিশের একটি দল তামিমের মা তানজিনা মোস্তফা আরজুকে আটক করে থানায় নিয়ে আসে।

বাংলাদেশ জার্নাল/সুজন/আরকে

  • সর্বশেষ
  • পঠিত