ঢাকা, শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১ আপডেট : ২ ঘন্টা আগে
শিরোনাম

টাইমের বর্ষসেরা ব্যক্তিত্ব খাশোগি

টাইমের বর্ষসেরা ব্যক্তিত্ব খাশোগি

চলতি বছর টাইমের বর্ষসেরা ব্যক্তিত্ব হয়েছেন নিহত সৌদি সাংবাদিক জামাল খাশোগি।

মঙ্গলবার সবমিলিয়ে বিশ্বের আলোচিত চার সাংবাদিককে ২০১৮ সালের বর্ষসেরা ব্যক্তিত্ব (টাইম পারসন অব দ্য ইয়ার) ঘোষণা করেছে ঐতিহ্যবাহী টাইম ম্যাগাজিন।

এই তালিকার শীর্ষে রয়েছেন গত ২ অক্টোবর আঙ্কারার সৌদি দূতাবাসে নিহত সাংবাদিক জামাল খাশোগি। বাকিরা হলেন: রোহিঙ্গা মুসলিমদের সংবাদ প্রকাশ করতে গিয়ে মিয়ানমারে আটক রয়টার্সের দুই সাংবাদিক ওয়া লোন (৩২) ও কিয়াও সোয়ে (২৮) এবং ফিলিপাইনের সরকারের সমালোচনাকারী সাংবাদিক মারিয়া রেসা (৫৫)।

টাইম আরও সম্মানিত করেছে চলতি বছরের জুনে ম্যারিল্যান্ডে দুর্বৃত্তের গুলিতে নিহত দৈনিক পত্রিকা ক্যাপিটাল গেজেটের ‘পাঁচ স্টাফ’ ও সংবাদপত্রটিকে।

বর্ষসেরা ব্যক্তিত্বদের ছবি দিয়ে তৈরি চারটি পৃথক প্রচ্ছদ টাইমের ওয়েবসাইটে প্রকাশ করা হয়। প্রচ্ছদ কাহিনীর শিরোনাম দেওয়া হয়েছে, ‘দ্য গার্ডিয়ানস অ্যান্ড দ্য ওয়ার অন ট্রুথ’। যার অর্থ অভিভাবকেরা ও সত্যের লড়াই।

টাইম বলছে, এইসব সাংবাদিক ও গণমাধ্যম সত্য প্রকাশের জন্য জীবনের ঝুঁকি নিয়ে ভয়ঙ্কর পরিণতির শিকার হয়েছে। আর এ কারণেই তাদের বছরের সেরা ব্যক্তিত্ব হিসেবে ঘোষণা করা হয়েছে।

সূত্র: বিবিসি

এমএ/

  • সর্বশেষ
  • পঠিত