ঢাকা, শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১ আপডেট : ৫ মিনিট আগে
শিরোনাম

আবদুল গাফফার চৌধুরীর সঙ্গে সাংবাদিকদের আড্ডা

আবদুল গাফফার চৌধুরীর সঙ্গে সাংবাদিকদের আড্ডা

সাংবাদিক ও কলামিস্ট আবদুল গাফফার চৌধুরী বলেছেন, উন্নয়নের সুবিধা তৃণমূল পর্যন্ত পৌঁছে দেয়া প্রয়োজন। নগর কেন্দ্রীক সুযোগ যথেষ্ট বাড়ছে, গ্রামের দিকেও সমান নজর দিতে হবে।

রাজধানীর শান্তিনগরে বাংলাদেশ ফাউন্ডেশন ফর ডেভলপমেন্ট রিসার্চ সম্মেলন কক্ষে বুধবার (১৮ ডিসেম্বর) মুস্তফা মনওয়ার সুজনের গবেষণা গ্রন্থ 'বঙ্গবন্ধুর অর্থনৈতিক মতবাদ' প্রদান অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। এ সময় উপস্থিত ছিলেন লেখক, গবেষক মোনায়েম সরকার, দৈনিক যুগান্তরের সহকারী সম্পাদক মাহবুব কামাল, যমুনা টিভির বিজনেস এডিটর সাজ্জাদ আলম খান তপু ও এসএ টিভির সহকারী বার্তা সম্পাদক মুস্তফা মনওয়ার সুজনসহ অনেকে।

সাংবাদিকদের সঙ্গে আড্ডার এক পর্যায়ে আবদুল গাফফর চৌধুরী বিতর্কিত রাজাকার তালিকা তৈরিতে জড়িতদের কঠোর সমালোচনা করেন। ব্যাপারটি নানা বিতর্ক সৃষ্টি করেছে, আরো করবে। ৮৫ বছর বয়সে দাঁড়িয়ে প্রত্যাশা ও প্রাপ্তি প্রসঙ্গে প্রশ্নের জবাবে তিনি বলেন, আকাঙ্খার সবই না পাওয়া। কিছুই পাইনি।

  • সর্বশেষ
  • পঠিত