প্রকাশ : ০৩ মার্চ ২০২১, ১৩:৪৮
‘নান্দনিক’ হতে চায় শবনম ফারিয়া
অভিনয়ের পাশাপাশি সোশ্যাল মিডিয়ায় বেশ সরব ছোট পর্দার অভিনেত্রী শবনম ফারিয়া। প্রতিদিনই তিনি ফেসবুকে হরেক রকমের পোস্ট করে থাকেন। যদিও বিচ্ছেদের পর নেটিজেনদের কটু আক্রমণ থেকে রক্ষা পেতে ফেসবুককে সাময়িক বিদায় জানিয়েছিলেন অভিনেত্রী শবনম ফারিয়া। পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় আবারও ফিরেছেন এ মাধ্যমে।
|আরো খবর
তার সাম্প্রতিক পোস্ট দেখে বুঝা যায়, বেশ ফুরফুরা আছেন তিনি। বুধবার ফারিয়া তার টাইমলাইনে লিখেন, আমিও aesthetic (নান্দনিক) হইতে চাই ...।
তবে হুট করে কেনইবা এমন স্ট্যাটাস সেটার বিষয়ে বিস্তারিত জানা যায়নি।
প্রসঙ্গত, শবনম ফারিয়া টেলিভিশন বিজ্ঞাপনে কাজের মাধ্যমে বিনোদন অঙ্গনে প্রবেশ করেন। ২০১৩ সালে ‘অল টাইম দৌড়ের উপর’-এ অভিনয়ের মাধ্যমে নাট্যাঙ্গনে পা রাখেন। ২০১৮ সালে ‘দেবী’ দিয়ে তাঁর চলচ্চিত্রে অভিষেক ঘটে।
বাংলাদেশ জার্নাল/এনএইচ