ঢাকা, সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১ আপডেট : ৪১ মিনিট আগে
শিরোনাম

‘আলহামদুলিল্লাহ, ফোন এসেছে’

  জার্নাল ডেস্ক

প্রকাশ : ১১ জানুয়ারি ২০২৪, ০১:৫২  
আপডেট :
 ১১ জানুয়ারি ২০২৪, ০১:৫৮

‘আলহামদুলিল্লাহ, ফোন এসেছে’
জুনাইদ আহমেদ পলকের স্ত্রী আরিফা জেসমিন কনিকা, ছবি: সংগৃহীত

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ জয় পেয়ে টানা চতুর্থবারের মতো সরকার গঠন করতে যাচ্ছে আওয়ামী লীগ। ইতোমধ্যেই ২৫ জন পূর্ণ মন্ত্রী ও ১৪ জন প্রতিমন্ত্রীর নাম ঘোষণা করা হয়েছে।

বৃহস্পতিবার (১১ জানুয়ারি) সন্ধ্যায় শপথ নিবেন নবগঠিত মন্ত্রিসভার সদস্যরা।

প্রতিমন্ত্রী হিসেবে মন্ত্রিসভায় নাম রয়েছে জুনাইদ আহমেদ পলকের। স্বামীর নাম থাকায় কৃতজ্ঞতা প্রকাশ করেছেন পলকের স্ত্রী আরিফা জেসমিন কনিকা। ফেসবুকে তিনি স্ট্যাটাস দিয়েছেন। কনিকা লিখেছেন, ‘আলহামদুলিল্লাহ, ফোন এসেছে।’

তিনি স্ট্যাটাস দেয়ার পর অনেকেই শুভেচ্ছা জানিয়েছেন। তাদের মধ্যে একজন হলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাবেক উপপ্রেস সচিব আশরাফুল আলম খোকন। তিনি লিখেছেন, ‘কংগ্রাচুলেশন।’

এদিকে ফোন পাওয়ার দিন রাতে (বুধবার) ফেসবুকে জুনায়েদ আহমেদ পলক লিখেছেন, ‘আলহামদুলিল্লাহ।’

তিনি আরও লিখেছেন, ‘মহান আল্লাহ তায়ালার প্রতি অশেষ শুকরিয়া। ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী দেশরত্ন শেখ হাসিনার প্রতি। আগামীকাল সন্ধ্যা ৬টায় বঙ্গভবনে মন্ত্রিসভা পরিষদের সদস্য হিসেবে শপথ গ্রহণের জন্য মন্ত্রিপরিষদ সচিব মহোদয়ের ফোন পেয়েছি। সবার কাছে দোয়া প্রার্থনা করছি ডিজিটাল বাংলাদেশের স্বপ্নদ্রষ্টা, আধুনিক বাংলাদেশের স্থপতি মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে এবং ডিজিটাল বাংলাদেশের আর্কিটেক্ট সজিব ওয়াজেদ জয় ভাইয়ের পরামর্শে ও তত্ত্বাবধায়নে ২০৪১ সাল নাগাদ স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে একজন নিবেদিতপ্রাণ কর্মী হিসেবে কাজ করে যেতে পারি।’

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নাটোর-৩ আসনে আওয়ামী লীগের প্রার্থী জুনাইদ আহমেদ পলক জয়ী হয়েছেন। রোববার নির্বাচন কমিশন ঘোষিত চূড়ান্ত বেসরকারি ফলাফল থেকে জানা যায়, পলক পেয়েছেন ১ লাখ ৩৫ হাজার ৬৮৮ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ঈগল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী পেয়েছেন ৪৩ হাজার ১৯ ভোট। এ নিয়ে টানা চতুর্থবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হলেন পলক।

প্রসঙ্গত, পূর্ণমন্ত্রী ২৫ জন এবং ১১ জন প্রতিমন্ত্রী নিয়ে নতুন মন্ত্রিসভা সাজিয়েছেন শেখ হাসিনা। প্রধানমন্ত্রীসহ নতুন মন্ত্রিসভার আকার দাঁড়িয়েছে ৩৭ জনে। তাদের মধ্যে ২৫ জন পূর্ণমন্ত্রী। আর ১১ জন পাচ্ছেন প্রতিমন্ত্রীর দায়িত্ব। ইতোমধ্যে শপথের জন্য সবাইকে ফোন করে আমন্ত্রণ জানানো হয়েছে।

বাংলাদেশ জার্নাল/এসএপি

  • সর্বশেষ
  • পঠিত