ঢাকা, শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১ আপডেট : ২ মিনিট আগে
শিরোনাম

ডা. জাফরুল্লাহ’র সর্বোচ্চ চিকিৎসা নিশ্চিত করার আহ্বান রবের

  নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ০১ জুন ২০২০, ১৭:০৬

ডা. জাফরুল্লাহ’র সর্বোচ্চ চিকিৎসা নিশ্চিত করার আহ্বান রবের
ফাইল ছবি

করোনায় আক্রান্ত গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী এবং তার পরিবারের সদস্যদের সর্বোচ্চ চিকিৎসা ব্যবস্থা নিশ্চিত করতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন জেএসডি’র সভাপতি আসম আবদুর রব।

সোমবার গণমাধ্যমে পাঠানোর এক সংবাদ বিবৃতিতে তিনি এ আহ্বান জানান।

আবদুর রব বলেন, ডা. জাফরুল্লাহ চৌধুরীর জাতীয় বিবেকের বাতিঘর। তার চিকিৎসার সর্বোচ্চ ব্যবস্থা নিশ্চিত করতে সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি।

তিনি বলেন, করোনার ধ্বংসযজ্ঞে আমরা প্রতিনিয়ত আমাদের প্রিয় ভাই বোনদের হারাচ্ছি। প্রতিমুহূর্তে করোনা সংক্রমণ ও মৃত্যু আমাদেরকে বিপন্ন করে দিচ্ছে। এই করোনার ভয়াবহতা মোকাবেলার সার্বিক প্রচেষ্টা এবং মৌলিক উদ্যোগের অন্যতম কারিগর জাফরুল্লাহ চৌধুরী।

রব বলেন, করোনা শনাক্তে গণস্বাস্থ্য কেন্দ্র উদ্ভাবিত র‍্যাপিড টেস্টিং কিটের অনুমোদন প্রক্রিয়ায় লাগাতার লড়াইয়ের মাঝেই আক্রান্ত হয়েছেন ডা. জাফরুল্লাহ। তার এবং পরিবারের সদস্যদের করোনায় আক্রান্ত হবার সংবাদে সমগ্র জাতিসহ আমরা এবং বিশ্বের অগণিত মানুষ অনেক বেশি উদ্বিগ্ন। এই সংকটকালীন সময়ে তার সেরে উঠা আমাদেরকে মানসিক এবং নৈতিক জগতে অনেক বেশি শক্তি দেবে এবং জাতিকে করোনার ভয়াবহতা মোকাবেলায় ঐক্যবদ্ধ হতে প্রেরণা যোগাবে।

কেএস/এনএইচ

  • সর্বশেষ
  • পঠিত