ঢাকা, শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১ আপডেট : ১ ঘন্টা আগে
শিরোনাম

ফ্রান্সের প্রেসিডেন্টকে হত্যার বক্তব্যে অনড় খোকা

  নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ০৪ নভেম্বর ২০২০, ১৭:১৬

ফ্রান্সের প্রেসিডেন্টকে হত্যার বক্তব্যে অনড় খোকা
ফাইল ছবি

ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁকে সামনে পেলে হত্যা করে ফাঁসির মঞ্চে যাওয়ার ঘোষণা দিয়েছেন জাতীয় পার্টির সংসদ সদস্য লিয়াকত হোসেন খোকা। এই বক্তব্যে এখনো অনড় রয়েছেন তিনি।

লিয়াকত হোসেন খোকা বলেন, ‘আমি একজন মুসলমান। আমি নবীর উম্মত, যে আমার নবীকে কটূক্তি করে তাকে হত্যা করতে দ্বিধা করব না। আমি যে বক্তব্য দিয়েছি, আমি সেই বক্তব্যে এখনও অনড় আছি। আর মৃত্যুর আগ পর্যন্ত আমি অনড় থাকব।’

সংসদ সদস্য হয়ে এমন বক্তব্য দিতে পারেন কিনা- এই প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমি আগেই বলেছি, আমি সংসদ সদস্য হিসেবে নয় একজন মুসলমান এবং নবীর উম্মত হিসেবে ওই বক্তব্য রেখেছি। এখনও আমি সেই দাবি জানাচ্ছি।’

মঙ্গলবার নারায়ণগঞ্জের সোনারগাঁ পৌরসভার আমিনপুর মাঠে এক আলোচনা সভা ও দোয়া মাহফিলে লিয়াকত হোসেন খোকা বলেন, ‘আজকে আমার প্রিয় নবী সম্বন্ধে যারা কটূক্তি করবে, ব্যঙ্গ করবে, আমি মুসলমান হিসেবে বলতে চাই, আমি কোনো সংসদ সদস্য না এখন, ওই ... বাচ্চা ফ্রান্সের প্রধানমন্ত্রীকে (প্রেসিডেন্ট) বলতে চাই, আজকে তুই যদি আমার সামনে থাকতি, আমি তোকে হত্যা করতাম। হত্যা করে আমি ফাঁসির মঞ্চে হাসতে হাসতে যেতাম।’

‘হেফাজতে ইসলামী প্রয়াত আমীর শাহ আহমদ শফীর জীবন ও কর্ম’ শীর্ষক এই সভায় খোকার বক্তব্যের প্রায় ১২ মিনিট ৫৩ সেকেন্ডের একটি ভিডিও তার নামে খোলা ফেইসবুক পেইজেও তোলা হয়েছে। ওই ভিডিওর সঙ্গে তিনি লিখেছেন, আমি কোনো সংসদ সদস্য হিসেবে নয়, একজন মুসলমান হিসেবে বলছি ফ্রান্সের প্রধানমন্ত্রীকে কাছে পেলে তার জীবন শেষ করে হাসি মুখে ফাঁসির কাষ্ঠে যেতেও রাজি।

পরবর্তী সংসদ অধিবেশনেও ফ্রান্সের সঙ্গে সকল কূটনৈতিক সম্পর্ক বিচ্ছিন্ন করার দাবি তুলবেন এবং সব সময় কাদিয়ানীদের বিরোধিতা করে যাবেন বলেও ঘোষণা দিয়েছেন জাতীয় পার্টির এই সাংসদ।

সভায় বক্তব্যে তিনি বলেন, ‘নবীর বাইরে কিছু নেই। আমার নবীর বিরুদ্ধে যে বলবে তার সাথে কীসের সম্পর্ক? আগামী ৮ তারিখ সংসদ অধিবেশন। এই অধিবেশনেই ফ্রান্সের সাথে সম্পর্ক বাতিল করতে প্রস্তাব আনা হোক।’

প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্দেশ্যে তিনি বলেন, ‘আমরা আপনার সাথে থাকব।… নবীর বিরুদ্ধে যারা বলবে তাদের বিরুদ্ধে ফাঁসির আদেশ দেওয়ার নতুন আইন করার…।’

বাংলাদেশ জার্নাল/কেএস/কেআই

  • সর্বশেষ
  • পঠিত