ঢাকা, শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১ আপডেট : ১ ঘন্টা আগে
শিরোনাম

ঢাকা অস্বাস্থ্যকর শহরে পরিণত হয়েছে: ফখরুল

  নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ১৭ জুন ২০২১, ১৬:৫৩

ঢাকা অস্বাস্থ্যকর শহরে পরিণত হয়েছে: ফখরুল
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ফাইল ছবি

ঢাকা অস্বাস্থ্যকর ও মানুষের অবাসযোগ্য শহরে পরিণত হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বৃহস্পতিবার রাজধানীর বেরাইদে নিম গাছ রোপণ কর্মসূচি অনুষ্ঠানে এ মন্তব্য করেন তিনি। ‘ঢাকা মহানগর উত্তর বিএনপির উদ্যোগে’ এই বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

রাজধানীতে এক কিলোমিটারের মধ্যে ৪৮ হাজার লোক বাস করে উল্লেখ করে তিনি বলেন, ‘গিজগিজ করছে মানুষ। আপনাদের এখানে (বেরাইদে) তো শান্তি। যেই ভেতরে ঢুকতে শুরু করলেন, মানুষ আর মানুষ, ঘর আর ঘর। বাস করা যায় না। কারণ ঢাকা অস্বাস্থ্যকর ও মানুষের অবাসযোগ্য একটা শহরে পরিণত হয়েছে।’

মির্জা ফখরুল বলেন, ‘কয়েকদিন আগে বলা হয়েছে, একশত ৪৩ লাখ খারাপ শহরের মধ্যে ৪ নাম্বারে বাংলাদেশ। অবাসযোগ্য। এখানে বাস করা যায় না। পানি নষ্ট হয়ে গেছে। নদীগুলো সব নষ্ট হয়ে গেছে। কিন্তু আমাদের বেঁচে থাকার জন্য চারপাশকে সুন্দর রাখতে হবে। এজন্য যতো বেশি গাছ লাগাবো তত বেশি ভয় ও ভীতি কম হবে।’

‘গাছ লাগানোর জন্য সামাজিক আন্দোলন গড়ে তোলায় নেতা কর্মীদের প্রতি আহ্বান’ জানান ফখরুল।

তিনি বলেন, ‘আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পরে বড় বড় রাস্তায় যেগুলো গাছ ছিলো, এখনো সেগুলো একটাও নেই। আপনারা খোঁজ করে দেখবেন, জেলা পরিষদে যা গাছ ছিলো সেগুলো নিজেরা ভাগাভাগি করে কেটে নিয়েছে। আওয়ামী লীগ প্রকৃতি ও পরিবেশ ধ্বংস করেছে এবং রাজনৈতিক পরিবেশও ধ্বংস করেছে। আর এগুলো করে তারা দেশের মানুষকে চরম বিপদের মধ্যে ফেলে দিয়েছে।’

‘এই যে, সমস্ত নদীগুলো দখল হয়ে যাচ্ছে। কেনো দখল হচ্ছে। খোঁজ নিয়ে দেখুন, আওয়ামী লীগের নেতারা দখল করেছেন’ যোগ করেন ফখরুল।

নেতা-কর্মীদের উদ্দেশ্যে বিএনপি মহাসচিব বলেন, ‘আমাদের সময়টা খুব খারাপ। এটা আমি এই কারণে বলছি, কারণ এখন আমাদের দুইটা দানবের সম্মুখীন হতে হচ্ছে- একটা হচ্ছে অদৃশ্য দানব (করোনাভাইরাস)।’

বাংলাদেশ জার্নাল/কেএস/ওয়াইএ

  • সর্বশেষ
  • পঠিত