ঢাকা, শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১ আপডেট : ১ ঘন্টা আগে
শিরোনাম

স্বাস্থ্য পরীক্ষা শেষে শনিবার ফিরছেন কাদের

  নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ২৫ ফেব্রুয়ারি ২০২২, ২১:৪১  
আপডেট :
 ২৬ ফেব্রুয়ারি ২০২২, ০৭:৪৫

স্বাস্থ্য পরীক্ষা শেষে শনিবার ফিরছেন কাদের
ছবি- সংগৃহীত

স্বাস্থ্য পরীক্ষা শেষে ভারতের রাজধানী নয়াদিল্লি থেকে দেশে ফিরছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

শনিবার ভোরে ভিস্তারা এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তিনি দিল্লি ছাড়বেন বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা শেখ ওয়ালিদ ফয়েজ।

শুক্রবার সন্ধ্যায় তিনি জানান, নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা শেষ হয়েছে। স্যারের শারীরিক অবস্থা ভালো আছে। নয়াদিল্লির মেডান্টা হাসপাতালেই তিনি ফলোআপ করিয়েছেন। শনিবার সকাল ৬.৪০ মিনিটে ভিস্তারা এয়ারলাইন্সের ফ্লাইটে ঢাকার উদ্দেশ্যে রওনা দিবেন তিনি।

শ্বাসকষ্ট নিয়ে গত ১৪ ডিসেম্বর সকালে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে যাওয়ার পর ওবায়দুল কাদেরকে ভর্তি করে নেয়া হয়। তার চিকিৎসার জন্য ১০ সদস্যের একটি মেডিকেল বোর্ডও গঠন করা হয়েছিল। ১২ দিন চিকিৎসার পর হাসপাতাল ছাড়েন ওবায়দুল কাদের। এরপর গত সোমবার ফলোআপ করতে দিল্লি যান।

৬৯ বছর বয়সী ওবায়দুল কাদের হৃদরোগ ও ফুসফুসের ক্রনিক সমস্যায় ভুগছেন দীর্ঘদিন ধরে। ২০১৯ সালে গুরুতর অসুস্থ হয়ে পড়লে তার হৃদপিণ্ডের রক্তনালীতে তিনটি ব্লক ধরা পড়ে। এর মধ্যে একটি ব্লক স্টেন্টিংয়ের মাধ্যমে অপসারণ করেন চিকিৎসকরা। পরে তাকে সিঙ্গাপুরে থেকে বেশ কিছুদিন চিকিৎসা নিতে হয়।

বাংলাদেশ জার্নাল/এআর/এমজে

  • সর্বশেষ
  • পঠিত