ঢাকা, শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১ আপডেট : ৩৮ মিনিট আগে
শিরোনাম

সুলতান মনসুর বললেন ‘ওয়েট অ্যান্ড সি’

  নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ০৪ জানুয়ারি ২০১৯, ১৫:৫৯

‘ওয়েট অ্যান্ড সি’

বিএনপির বিজয়ী প্রার্থীরা শপথ নেবে না বলে পরিষ্কার জানিয়ে দিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তবে গণফোরামের দুই প্রার্থী শপথ নেবেন কিনা এ বিষয়ে এখনো কিছু জানায়নি দলটি। জানা গেছে, ঐক্যফ্রন্টের শরীক গণফোরামের দুই নির্বাচিত সংসদ সদস্য শপথ নিতে চান। তাদের মতে সংসদের বাইরে শুধু নয় সংসদের ভেতরে থেকেও সরকারের সমালোচনা করা প্রয়োজন। এই যুক্তিতে শপথ নিতে চান তারা।

সংসদ সদস্য হিসেবে শপথ নেবেন কি না- জানতে চাইলে মৌলভীবাজার-২ (কুলাউড়া) আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য ডাকসুর সাবেক ভিপি সুলতান মনসুর বলেন, ‘ধৈর্য ধরেন, অপেক্ষা করেন। ওয়েট... ওয়েট... ওয়েট...। দেখতে পাবেন।’

জানা গেছে, শপথ নেওয়ার চাপ রয়েছে সুলতান মনসুরের উপর। কুলাউড়া উপজেলা গণফোরামের আহ্বায়ক মতাহির আলম চৌধুরী বলেন, এলাকার মানুষের প্রত্যাশা পূরণে সুলতান মনসুরের এমপি হিসেবে শপথ নেওয়া উচিত। তিনি বলেন, অনেক প্রতিকূলতার মধ্যে মামলা-মোকদ্দমা নিয়ে মানুষ ভোট দিয়ে তাকে নির্বাচিত করেছেন। তাদের আমানত রক্ষার দায়িত্ব নির্বাচিত জনপ্রতিনিধির। এমপি হিসেবে শান্তি-শৃঙ্খলা ও উন্নয়নের দায়িত্ব তার ওপর।

তার নির্বাচনী এলাকার মানুষ কী চাচ্ছেন- জানতে চাইলে সুলতান মনসুর বলেন, ‘এলাকার মানুষের মতামত অগ্রাহ্য করা হবে না।’

  • সর্বশেষ
  • পঠিত