ঢাকা, রোববার, ২৮ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১ আপডেট : ৪ মিনিট আগে
শিরোনাম

সুর পাল্টালেন মেনন

  নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ২১ অক্টোবর ২০১৯, ১৪:২৬

সুর পাল্টালেন মেনন

একাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে রাশেদ খান মেনন বলেছিলেন, ‘বিগত নির্বাচনে ভোট সুষ্ঠু হয় নি, সরকার সবার ভোটাধিকার হরণ করেছে।’

মেননের এই বক্তব্য তুমুল বিতর্কের সৃষ্টি করে রাজনৈতিক অঙ্গনে। মেননের এই বক্তব্যের জবাবে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, ‘মন্ত্রিত্ব পেলে কি মেনন নির্বাচন নিয়ে ‘বিরূপ’ মন্তব্য করতেন?’

তবে বিতর্কিত ওই মন্তব্যর ঠিক চব্বিশ ঘন্টার মাথায় নিজের বক্তব্য থেকে সরে গেলেন মেনন। তিনি দাবি করেছেন, তাঁর বক্তব্যের ভুল ব্যাখ্যা করা হয়েছে। এবার তিনি একাদশ জাতীয় নির্বাচনকে সুষ্ঠু কিন্তু তিক্ত অভিজ্ঞতা বলছেন।

রোববার (২০ অক্টোবর) নিজ কার্যালয়ে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

তিনি বলেন, ‘কারো বাড়াবাড়ির কারণে যদি জনগণের ভোটদানের জায়গাটা ক্ষতিগ্রস্ত হয়ে থাকে তার অর্থ কিন্তু নির্বাচনকে অবৈধ করে দেয়া না। ওইটুকু ত্রুটি নিয়েই ওই নির্বাচন হয়েছে। একাদশ সংসদে সফল নির্বাচন অনুষ্ঠিত হয়েছে, কিন্তু অভিজ্ঞতাটি সুখকর নয়।’

বাংলাদেশ জার্নাল/কেআই

  • সর্বশেষ
  • পঠিত