ঢাকা, শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১ আপডেট : ১ ঘন্টা আগে
শিরোনাম

‘এনআরসি নিয়ে গভীরভাবে পর্যবেক্ষণ করছে সরকার’

  জার্নাল ডেস্ক

প্রকাশ : ১৫ ডিসেম্বর ২০১৯, ১২:০১  
আপডেট :
 ১৫ ডিসেম্বর ২০১৯, ১৩:০৯

‘এনআরসি নিয়ে গভীরভাবে পর্যবেক্ষণ করছে সরকার’

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, এনআরসি নিয়ে গভীরভাবে পর্যবেক্ষণ করছে সরকার। রোববার সকালে রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের জাতীয় কাউন্সিলের প্রস্তুতি সভা শেষে ব্রিফংয়ে তিনি এ কথা বলেন।

কাদের বলেন, ভারতে যে আইন পাশ হয়েছে তা তাদের অভ্যন্তরীণ বিষয়। ভারতের সাথে বাংলাদেশের সম্পর্ক ইতিবাচক। সে সম্পর্কে টানাপোড়েন হোক তা সরকার চায় না। কোন সমস্যা সৃষ্টি হলে তা আলোচনার মাধ্যমে সমাধান করা হবে বলে।

সাধারণ সম্পাদক বলেন, ক্লিন ইমেজের নেতৃত্ব নিয়ে এসেছে আওয়ামী লীগ। ভিশন বাস্তবায়ন করতে উন্নয়নের ধারা অব্যাহত রাখতে হবে। এবারের কাউন্সিল হবে স্মরণকালের সর্ববৃহৎ সমাবেশ। এবারের সম্মেলনে বিএনপি, ঐক্যফ্রন্ট ও বাম সংগঠনগুলোকে আমন্ত্রণ জানানো হবে।

কাদের বলেন, আওয়ামী লীগের ২১তম জাতীয় সম্মেলনে নবীন-প্রবীণের সমন্বয়ে নতুন মডেলে দলকে ঢেলে সাজানো হবে।

‘আওয়ামী লীগের ২১তম জাতীয় সম্মেলনে স্মরণকালের সবচেয়ে বেশি নেতাকর্মী উপস্থিত থাকবে। তাই শৃঙ্খলাসহ বিভিন্ন বিষয় গুরুত্ব সহকারে দেখার নির্দেশ দেন তিনি।’

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক জানান, এবারের সম্মেলনে বিদেশী কোন উল্লেখযোগ্য অতিথি উপস্থিত না থাকলেও বাংলাদেশে অবস্থানরত বিভিন্ন দূতাবাসের কূটনৈতিকদের নিমন্ত্রণ জানানো হবে।

  • সর্বশেষ
  • পঠিত