ঢাকা, শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১ আপডেট : ২৪ মিনিট আগে
শিরোনাম

যুব বিশ্বকাপে বাংলাদেশের দুই আম্পায়ার

  স্পোর্টস ডেস্ক

প্রকাশ : ০৭ জানুয়ারি ২০২০, ০৬:১১

যুব বিশ্বকাপে বাংলাদেশের দুই আম্পায়ার

অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে বাংলাদেশের দুই আম্পায়ার ম্যাচ পরিচালনার দায়িত্ব পালন করবেন। তারা হলেন বিসিবির দুই প্যানেল আম্পায়ার শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকত ও মাসুদুর রহমান মুকুল।

আজ দক্ষিণ আফ্রিকার উদ্দেশ্যে রওনা হবেন সৈকত ও মুকুল। আগামী ১৭ জানুয়ারি থেকে শুরু হতে যাওয়া বিশ্বকাপে আম্পায়ারিং করবেন এ দুজন।

এর বাইরে বিভিন্ন ম্যাচে টিভি আম্পায়ার ও চতুর্থ আম্পায়ারের দায়িত্বও পালন করবেন তারা। চারটি ম্যাচে দায়িত্ব পালন করবেন মুকুল। আর সৈকত আম্পায়ারিং করবেন তিনটি ম্যাচ।

টুর্নামেন্টে অংশ নিতে এরই মধ্যে দক্ষিণ আফ্রিকায় পাড়ি জমিয়েছে বাংলাদেশ যুব দল। বিশ্বকাপ শুরুর আগে দুটি অফিসিয়াল প্র্যাকটিস ম্যাচ খেলবে বাংলাদেশের যুবারা। প্রথম প্র্যাকটিস ম্যাচটি আফগান যুবাদের বিপক্ষে, ৭ জানুয়ারি। দ্বিতীয়টি পোচাফস্ট্রম অনূর্ধ্ব-১৯ দলের সাথে জানুয়ারির ৯ তারিখ।

আর ১৮ জানুয়ারি বিশ্বকাপে প্রথম দিন মাঠে নামার আগে অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ডের বিপক্ষে দুটি ওয়ার্মআপ ম্যাচ। প্রথম ওয়ার্মআপ ম্যাচটি ১৩ জানুয়ারি অস্ট্রেলিয়ার বিপক্ষে। আর দ্বিতীয় খেলা নিউজিল্যান্ডের বিপক্ষে ১৫ জানুয়ারি।

বাংলাদশ জার্নাল/আর

  • সর্বশেষ
  • পঠিত