ঢাকা, মঙ্গলবার, ০৭ মে ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১ আপডেট : ৪ মিনিট আগে
শিরোনাম

বিপিএলে সবচেয়ে বড় ছক্কা আন্দ্রে রাসেলের

  স্পোর্টস ডেস্ক

প্রকাশ : ১৭ জানুয়ারি ২০২০, ২২:২৯

বিপিএলে সবচেয়ে বড় ছক্কা  আন্দ্রে রাসেলের

টি-টোয়েন্টি মানেই চার-ছক্কার ছড়াছড়ি। চার-ছক্কার পসরা সাজাতে ক্যারিবীয় ব্যাটসম্যানরা বোধহয় অন্য সবার চেয়ে বেশ এগিয়ে। চাইলেই যেন যেকোনো বলকে ওরা খুব সহজেই মাঠের বাইরে পাঠাতে পারে। আবার কোন কোন ছক্কার মার তো সীমানা দড়ি পেরিয়ে গ্যালারি, আবার কখনওবা মাঠের বাইরে আছড়ে পড়ে। এবারের বিপিএলেও সবচেয়ে বড় ছক্কার মালিক ক্যারিবিয়ানদের একজনই। নাম তার আন্দ্রে রাসেল৷

দ্বিতীয় কোয়লিফায়ার ম্যাচে সাত ছক্কায় অবিশ্বাস্য এক জয়ে দলকে ফাইনালে তুলেছেন তিনি। ফাইনাল ম্যাচেও দমে যাননি তিনি। মাত্র ১৬ বলে অপরাজিত ২৭ রান করলেও তাতে তিনটি বিশাল ছক্কার মার ছিলো। যার মধ্যে একটি তো ছিলো পুরো আসরেরই সবচেয়ে বড় ছক্কা, মিটারে যা প্রায় ১১৫।

রাসেলের পর ছক্কার দৌঁড়ে দুই নম্বরে আছেন চট্রগ্রামের অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ। তার ছক্কার দৈর্ঘ্য ছিলো ১১৩ মিটার। ১১০ মিটারের ছক্কা হাঁকিয়ে তৃতীয় স্থানে আরেক চট্রগ্রাম তারকা নুরুল হাসান সোহান। আর এই তালিকার ৪র্থ ও ৫ম স্থানে থাকা মালান ও রুশোর ছক্কার দৈর্ঘ্য যথাক্রমে ১০৯ ও ১০৮ মিটার।

  • সর্বশেষ
  • পঠিত