ঢাকা, শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১ আপডেট : ৪৪ মিনিট আগে
শিরোনাম

বাংলাদেশ-পাকিস্তান সিরিজের পূর্ণাঙ্গ সূচি

  স্পোর্টস ডেস্ক

প্রকাশ : ১৯ জানুয়ারি ২০২০, ১৩:২২

বাংলাদেশ-পাকিস্তান সিরিজের পূর্ণাঙ্গ সূচি

নানান নাটকীয়তার পর টাইগারদের পাকিস্তান সফর চূড়ান্ত হয়েছে। আগামী ২৩ জানুয়ারি প্রথমধাপে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে পাকিস্তান যাবে বাংলাদেশ দল। একনজরে দেখে নেওয়া যাক টাইগারদের সিরিজের সময়সূচি।

তিনভাগে পাকিস্তান সফর করবে বাংলাদেশ৷ যেখানে প্রথমে ২৪-২৭ জানুয়ারির মধ্যে খেলবে তিনটি টি-টুয়েন্টি৷ প্রথম টি-টোয়েন্টিতে ২৪ জানুয়ারি মুখোমুখি হবে বাংলাদেশ-পাকিস্তান। পরেরদিন ২৫ জানুয়ারি অনুষ্ঠিত হবে দ্বিতীয় টি-টোয়েন্টি। আর শেষ টি-টোয়েন্টি অনুষ্ঠিত হবে ২৭ জানুয়ারি। সবগুলো ম্যাচই লাহোরে বাংলাদেশ সময় সন্ধ্যা ৭ টা ৩০ মিনিটে শুরু হবে হবে।

এদিকে ইতোমধ্যেই এই সিরিজের জন্য বাংলাদেশ ও পাকিস্তান নিজেদের সেরা টি-টোয়েন্টি স্কোয়াড ঘোষণা করেছে। হারিস রউফদের সাথে পাকিস্তান দলে আছে অভিজ্ঞ হাফিজ, মালিকরা। অন্যদিকে বাংলাদেশ স্কোয়াডে আছে তরুণ মেহেদী হাসান, হাসান মাহমুদদের সাথে আছেন অভিজ্ঞ রুবেল, তামিমরা।

বাংলাদেশ টি-টোয়েন্টি দল:

মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), তামিম ইকবাল খান, সৌম্য সরকার, মোহাম্মদ নাইম শেখ, নাজমুল হোসেন শান্ত, লিটন কুমার দাস (উইকেটরক্ষক), মোহাম্মদ মিঠুন, আফিফ হোসেন ধ্রুব, মেহেদী হাসান, আমিনুল ইসলাম বিপ্লব, মুস্তাফিজুর রহমান, শফিউল ইসলাম, আল আমিন হোসেন, রুবেল হোসেন ও হাসান মাহমুদ।

পাকিস্তান টি-টোয়েন্টি স্কোয়াড:

বাবর আজম (অধিনায়ক), আমাদ বাট, হারিস রউফ,মোহাম্মদ হাফিজ,শোয়েব মালিক,আহসান আলি,ইমাদ ওয়াসিম, ইফতিখার আহমেদ, খুশদিল শাহ, মোহাম্মদ হাসনাইন, মোহাম্মদ রিজওয়ান (উইকেটরক্ষক), মুসা খান, শাদাব খান, শাহীন শাহ আফ্রিদি ও উসমান কাদির।

  • সর্বশেষ
  • পঠিত