ঢাকা, রোববার, ২৮ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১ আপডেট : ৩ মিনিট আগে
শিরোনাম

কষ্ট নিয়ে টিভি পর্দায় চোখ মুশফিকের

  স্পোর্টস ডেস্ক

প্রকাশ : ২৪ জানুয়ারি ২০২০, ১৬:২১  
আপডেট :
 ২৪ জানুয়ারি ২০২০, ১৬:৩০

কষ্ট নিয়ে টিভি পর্দায় চোখ মুশফিকের

পাকিস্তান সফরে নেই মুশফিকুর রহিম। টি-টোয়েন্টিতে বর্তমানে দলের সেরা ব্যাটসম্যান না থাকায় কিছুটা দুর্বল হয়ে পড়েছে দল। পারিবারিক কারণে সফরে না গেলেও দলের সাফল্য কামনা করতে তো বাঁধা নেই। আজ ম্যাচে আগে সামাজিক যোগাযোগ মাধ্যমে দলের জন্য শুভকামনা জানিয়েছেন মুশফিকুর রহিম। আর আশা প্রকাশ করেছেন তাকে ছাড়াই জয় পাবে দল।

পাকিস্তানকে নিরাপদ মনে করেননি মুশফিকুর রহিম। তাই তিনটি সফরের কোনোটিতেই থাকবেন না। মুশফিক নিজেই বলেছেন, বাংলাদেশের খেলা থেকে নিজেকে সরিয়ে নেওয়াটা দেশের ক্রিকেটের অন্যতম সেরা এই ব্যাটসম্যানের কাছে রীতিমতো পাপের পর্যায়েই পড়ে। এ ব্যাপারে পাকিস্তানের অধিনায়ক বাবর আজমও হতাশা প্রকাশ করেছেন। কিন্তু পরিবারের সম্মতি না পাওয়া মুশফিক এ ব্যাপারে আর বাড়তি কিছু বলেননি।

নিরাপত্তার শঙ্কা কাটিয়ে বাংলাদেশ আপাতত পাকিস্তানে। আজ বাংলাদেশ সময় দুপুর ৩টায় প্রথম টি-টোয়েন্টি শুরুও হয়েছে। টসে জিতে ব্যাটিং করছে বাংলাদেশ। এর আগে দুপুর দুটার কিছু আগে দলকে শুভকামনা জানিয়ে মুশফিক বলেছেন, ‘আজ আমরা জিতব, ইনশা আল্লাহ। আমার সব সতীর্থদের জন্য শুভকামনা। তোমাদের অনেক মিস করব... চলো বাংলাদেশ।’

শুক্রবার বাংলাদেশ যখন মাঠে খেলছে, মুশফিকের চোখ তখন টেলিভিশনের পর্দায়। কষ্টের অনুভূতি নিয়েই টিভির পর্দায় বাংলাদেশের খেলা দেখছেন তিনি। সামাজিক যোগাযোগমাধ্যমেও নিজের কষ্টের অনুভূতি ভাগাভাগি করেছেন, 'শেষবার কবে দেশের খেলা টেলিভিশনে দেখেছি তা মনে নেই। দলের সাথে না গেলেও সব সময় সতীর্থদের পাশে আছি। জয় নিয়ে দেশে ফিরে আসবে এই কামনা করি। সবাইকে জুম্মা মোবারক।'

  • সর্বশেষ
  • পঠিত