ঢাকা, বুধবার, ০৮ মে ২০২৪, ২৫ বৈশাখ ১৪৩১ আপডেট : ৫ মিনিট আগে
শিরোনাম

জিম্বাবুয়ের বিপক্ষে বাংলাদেশের সম্ভাব্য একাদশ

  স্পোর্টস ডেস্ক

প্রকাশ : ০১ মার্চ ২০২০, ১০:১৮  
আপডেট :
 ০১ মার্চ ২০২০, ১৩:০৮

জিম্বাবুয়ের বিপক্ষে বাংলাদেশের সম্ভাব্য একাদশ

দীর্ঘ সময় পর নিজেদের মাটিতে ওয়ানডে খেলতে মাঠে নামছে বাংলাদেশ। সর্বশেষ ভারতের বিপক্ষে ওয়ানডে সিরিজে বাজেভাবে হারের স্মৃতিটা এখনো তাজা। পাকিস্তানের বিপক্ষেও টেস্ট-টিয়েন্টিতে নাকানিচুবানি খাওয়ার পর জিম্বাবুয়ের বিপক্ষে উতরে গিয়েছে সাদা জার্সি টাইগাররা। ফলে জিম্বাবুয়ের বিপক্ষে আত্মবিশ্বাস নিয়েই তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে মাঠে নামছে মাশরাফি বিন মুর্তজার নেতৃত্বাধীন দলটি।

আরো পড়ুন: ‘আমি কি চোর?’​

‘নড়াইল এক্সপ্রেস’ খ্যাত মাশরাফি বিন মুর্তজার অধিনায়কত্বের সম্ভাব্য শেষ সিরিজ এটিই। বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনের ভাষ্যমতে, অধিনায়ক হিসাবে মাশরাফির এটি সিরিজ। তবে, ভবিষ্যতে যদি তিনি খেলার জন্য ফিট থাকেন তাহলে সাধারণ খেলোয়াড় হিসাবে খেলা চালিয়ে যেতে পারবেন।

টি-টোয়েন্টি ক্রিকেটের পর এবার ওয়ানডে ক্রিকেটে অভিষেক হতে যাচ্ছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের তরুণ ওপেনার ব্যাটসম্যান নাঈম শেখের। জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে বাংলাদেশ দলে সুযোগ পেয়েছেন তিনি।

আরো পড়ুন: বিসিবি চাইলে পাকিস্তান সফরে রাজি মাশরাফি​

রোববার (১ মার্চ) সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে দুপুর একটায় জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে মুখোমুখি হবে বাংলাদেশ। এই ম্যাচে অভিষেক হতে পারে তরুণ ওপেনার ব্যাটসম্যান নাঈম শেখের। এমনটাই ইঙ্গিত দিয়েছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু।

সৌম্যর অনুপস্থিতিতে প্রথম পাওয়ারপ্লেতে হাত খুলে খেলার সামর্থ্য আছে এ তরুণ বাঁ-হাতির। তাই হয়তো নির্বাচকরা টি-টোয়েন্টির পাশাপাশি ওয়ানডেতেও প্রথমবারের মতো দলে ডেকে নিয়েছেন নাঈম শেখকে। তার কাছ থেকে দলের প্রত্যাশাটাও থাকবে সেটাই। সেক্ষেত্রে লিটন দাস খেলতে পারেন ওয়ানডাউনে।

এদিকে ইনজুরি কাটিয়ে জিম্বাবুয়ের বিপক্ষে বাইশ গজে ফিরছেন বাংলাদেশের তরুণ অল-রাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিন। গত বছরের সেপ্টেম্বরের পর পিঠের ইনজুরি কেড়ে নিয়েছে ৫ মাস। ভারত সফর মিস করেছেন, মিস করেছেন বিপিএল। ইনজুরি থেকে সেরে না ওঠায় ২ দফায় পাকিস্তান সফরের দলে হননি বিবেচ্য। সর্বশেষ বিশ্বকাপে দারুন অল রাউন্ড পারফরমেন্সে নিজেকে চিনিয়েছেন।

আরো পড়ুন: জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশের লক্ষ্য মাশরাফিদের​

দেশের মাটিতে সর্বশেষ ত্রিদেশিয় টি-২০ টূর্নামেন্টেও ছিলেন বোলিংয়ে দারুণ সফল। কোচিং অ্যাসাইনমেন্টের শুরুতে সাইফউদ্দিনের মতো একজন পেস অল রাউন্ডারকে পেয়ে তাকে মনে ধরেছে নতুন কোচের। তাইতো পুর্নবাসন প্রক্রিয়ায় ইনজুরি কাটিয়ে ফিরেছেন জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে।

জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম ওয়ানডেতে বাংলাদেশের সম্ভাব্য একাদশ

মাশরাফি বিন মুর্তজা (অধিনায়ক), তামিম ইকবাল, মোহাম্মদ নাঈম শেখ, লিটন দাস, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, আফিফ হোসেন ধ্রুব, মোহাম্মদ সাইফউদ্দিন, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম ও শফিউল ইসলাম/মোস্তাফিজুর রহমান/আল-আমিন হোসেন।

বাংলাদেশ জার্নাল/ওয়াইএ

  • সর্বশেষ
  • পঠিত