ঢাকা, শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১ আপডেট : ১ ঘন্টা আগে
শিরোনাম

কোহলিদের জিম্বাবুয়ে সফরও বাতিল

  স্পোর্টস ডেস্ক

প্রকাশ : ১২ জুন ২০২০, ১৯:১১

কোহলিদের জিম্বাবুয়ে সফরও বাতিল

জুনের শেষে সীমিত ওভারের ক্রিকেট সিরিজের জন্য শ্রীলঙ্কা সফরে যাওয়া হচ্ছে ভারতের। ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের তরফে একথা ঘোষণা করা হয়েছিল। সেই ঘোষণার ২৪ ঘণ্টা কাটতে না কাটতেই আগস্টে বিরাট কোহলিদের জিম্বাবুয়ে সফরও বাতিল করল বিসিসিআই।

২৪ জুন ভারতের শ্রীলঙ্কা সফর শুরু হওয়ার কথা ছিল। সেখানে তিনটি একদিনের ম্যাচ ও তিনটি টি-টোয়েন্টি খেলার কথা ছিল ভারতের। যে সিরিজ বাতিল হয়েছে। এরপর ২২ আগস্ট থেকে ভারতের জিম্বাবুয়ে সফর শুরু হওয়ার কথা ছিল। যা বাতিল হয়ে গেল।

বোর্ড সচিব জয় শাহ বলেছেন, ‘‌জিম্বাবুয়ের বিরুদ্ধে তিনটি একদিনের ম্যাচ খেলার কথা ছিল ভারতের। কিন্তু করোনা মহামারির জেরে এই সিরিজও বাতিল করতে হয়েছে।’

অন্তত সেপ্টেম্বরের আগে ভারতকে প্রতিযোগিতামূলক ক্রিকেটে দেখার সম্ভাবনা কার্যত নেই। দল কবে অনুশীলনে নামবে, তাও পরিষ্কার নয়। এদিকে, সেপ্টেম্বরের পর আইপিএল আয়োজনের চিন্তাভাবনাও রয়েছে বোর্ডের। সেক্ষেত্রে আবার দেখতে হবে, টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে আইসিসি কী সিদ্ধান্ত নেয়। সবমিলিয়ে চূড়ান্ত অনিশ্চয়তার ঘেরাটোপে রয়েছে ক্রিকেটের বাইশ গজ।

  • সর্বশেষ
  • পঠিত