ঢাকা, শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১ আপডেট : ১ ঘন্টা আগে
শিরোনাম

লেভানডোস্কির মাথায় উয়েফা বর্ষসেরার মুকুট

  স্পোর্টস ডেস্ক

প্রকাশ : ০২ অক্টোবর ২০২০, ১৩:৪৬

লেভানডোস্কির মাথায় উয়েফা বর্ষসেরার মুকুট

ম্যানুয়েল নয়্যার, কেভিন ডি ব্রুইনকে হারিয়ে প্রথমবারের মতো উয়েফা বর্ষসেরা ফুটবলারের পুরস্কার জিতে নিলেন বায়ার্ন মিউনিখের পোলিশ স্ট্রাইকার রবার্ট লেভানডোস্কি। সুইত্জারল্যান্ডের জেনেভায় বৃহস্পতিবার চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্বের ড্র অনুষ্ঠানে ইউরোপের সেরা ফুটবলার হিসেবে লেভানডোস্কির নাম ঘোষণা করা হয়।

লেভানডোস্কি মোট ৪৭৭ পয়েন্ট পেয়ে প্রথম হন। দ্বিতীয় স্থানে থাকা বেলজিক তারকা কেভিন ডি ব্রুইনা ৯০ ও নয়্যার পেয়েছেন ৬৬ পয়েন্ট। ২০১৯-২০ উয়েফা চ্যাম্পিয়ন্স লীগ ও উয়েফা ইউরোপা লীগে অংশ নেয়া দলগুলোর কোচ (৮০ জন), ইউরোপিয়ান স্পোর্টস মিডিয়ার (ইএসএম) নির্বাচিত ৫৫ জন সাংবাদিক ভোট দিয়ে সেরা খেলোয়াড় নির্বাচন করেন।

একজন তিনটি করে ভোট দিতে পারেন। প্রথম পছন্দের জন্য ৫ পয়েন্ট, দ্বিতীয় পছন্দের জন্য ৩ পয়েন্ট ও তৃতীয় পছন্দের জন্য ১ পয়েন্ট নির্ধারিত।

গত মৌসুমে বায়ার্ন মিউনিখের হয়ে সব প্রতিযোগিতায় ৫৫ গোল করেন লেভানদোস্কি। এর মধ্যে উয়েফা চ্যাম্পিয়ন্স লীগে ১৫ গোলের পাশাপাশি করেন ৬ অ্যাসিস্ট।

বায়ার্নকে দ্বিতীয়বারের মতো ট্রেবল জেতানো কোচ হানসি ফ্লিক পেয়েছেন সেরা কোচের খেতাব। আর উয়েফার বর্ষসেরা নারী ফুটবলার নির্বাচিত হয়েছেন চেলসির ডেনিশ ফুটবলার পারলিন হার্ডার।

এক নজরে উয়েফা বর্ষসেরা অ্যাওয়ার্ড

বর্ষসেরা পুরুষ ফুটবলার: রবার্ট লেভানদোস্কি (বায়ার্ন, পোল্যান্ড)

বর্ষসেরা নারী ফুটবলার: পারনিল হার্ডার (চেলসি, ডেনমার্ক)

বর্ষসেরা পুরুষ কোচ: হানসি ফ্লিক (বায়ার্ন)

বর্ষসেরা নারী কোচ: জেন-লুক ভ্যাসার (অলিম্পিক লিঁও)

বর্ষসেরা গোলরক্ষক: ম্যানুয়েল নয়্যার (বায়ার্ন, জার্মানি)

বর্ষসেরা ডিফেন্ডার: জশুয়া কিমিচ (বায়ার্ন, ফ্রান্স)

বর্ষসেরা মিডফিল্ডার: কেভিন ডি ব্রুইনা (ম্যানচেস্টার সিটি, বেলজিয়াম)

বর্ষসেরা ফরোয়ার্ড: রবার্ট লেভানডোস্কি (বায়ার্ন, পোল্যান্ড)

বর্ষসেরা নারী গোলরক্ষক: সারাহ বুহাদ্দি (অলিম্পিক লিঁও, ফ্রান্স)

বর্ষসেরা নারী ডিফেন্ডার: ওয়েন্ডি রেনার্ড (অলিম্পিক লিঁও, ফ্রান্স)

বর্ষসেরা নারী মিডফিল্ডার: জেনিফার মারোজান (অলিম্পিক লিঁও, জার্মানি)

বর্ষসেরা নারী ফরোয়ার্ড: পারনিল হার্ডার (চেলসি, ডেনমার্ক)

উয়েফা প্রেসিডেন্ট অ্যাওয়ার্ড: দিদিয়ের দ্রগবা (আইভরি কোস্ট)

কে হবেন এবারের উয়েফা বর্ষসেরা?

বাংলাদেশ জার্নাল/টিআই

  • সর্বশেষ
  • পঠিত