ঢাকা, শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১ আপডেট : ৪৫ মিনিট আগে
শিরোনাম

মৌসুমের প্রথম এল ক্ল্যাসিকোতে বার্সাকে উড়িয়ে দিল রিয়াল

  স্পোর্টস ডেস্ক

প্রকাশ : ২৫ অক্টোবর ২০২০, ১২:৩৩

মৌসুমের প্রথম এল ক্ল্যাসিকোতে বার্সাকে উড়িয়ে দিল রিয়াল

পরপর দুই ম্যাচ হেরে মৌসুমের প্রথম এল ক্লাসিকো জিতে স্বস্তির হাসি ফুটেছে রিয়াল কোচ জিনেদিন জিদানের মুখে। তিনি আগেই বলেছিলেন, এই ম্যাচ হবে ঘুরে দাঁড়ানোর ম্যাচ। শনিবার বাংলাদেশ সময় রাত ৮টায় শুরু হওয়া ম্যাচটিতে বার্সেলোনার ঘরের মাঠ ন্যু ক্যাম্পে ৩-১ গোলে বার্সাকে উড়িয়ে দিয়েছে রিয়াল মাদ্রিদ।

এই জয়ের ফলে লা লিগায় ৬ ম্যাচে ১৩ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের প্রথমে উঠে এসেছে রিয়াল। অন্যদিকে ৫ ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে দশম স্থানে রয়েছে বার্সেলোনা।

ম্যাচ শুরু হওয়ার পর লিড পেতে বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি রিয়ালের। বার্সার দূর্বল রক্ষণ ভাগ এড়িয়ে বল ডি-বক্সের ভেতর নিয়ে যেতে বেগ পেতে হয়নি করিম বেনজেমার। তার পাসে দারুণ এক শটে বল জালে জড়ান উরুগুয়ান তরুণ ভালভার্দে। যদিও বার্সাও সমতায় ফিরেছে এরপর পরই। ম্যাচের অষ্টম মিনিটে বার্সার হয়ে গোল শোধ করেন ১৭ বছর বয়সী তরুণ আনসু ফাতি। মেসির মাপা শট গিয়ে থামে বাঁ-পাশে থাকা জার্দি আলবাকের পায়ে। স্প্যানিশ তারকা বাইলাইনের কাছ থেকে কাটব্যাক করেন ফাতিকে। প্রথম এল ক্লাসিকো খেলতে আসা তরুণ বল জালে জড়াতে ভুল করেনি।

এরপর ম্যাচের ২৪ মিনিটে রিয়াল আবারও আক্রমণে। ডি-বক্সের মধ্যে বার্সা গোলকিপার নেতোকে একা পেয়েও গোল করতে পারেনি করিম বেনজেমা। তবে ভক্তদের হতাশ করেছেন বার্সা অধিনায়ক মেসি নিজেই। কয়েকবার চেষ্টা করেছিল কিন্তু রিয়াল ডিফেন্স ভেঙে গোলের দেখা পাননি। ১-১ গোলের সমতা নিয়ে বিরতিয়ে যায় দুই দল। বিরতি থেকে ফিরে উভয় দলই গোলের জন্য মরিয়া হয়ে উঠে। ৬৩তম মিনিটে ভিআর প্রযুক্তি কল্যাণে পেনাল্টি পায় রিয়াল। আর তা থেকে গোল করতে ভুল করেনি সার্জিও রামোস। তবে এই গোল নিয়ে বেশ বিতর্কও হয়েছে। ফ্রি-কিকের সময় ডি-বক্সে রামোসকে ফাউল করেন রার্সার লংলে। তবে ভিএআরে দেখা যায়, লংলেকে প্রথমে ধাক্কা মেরেছে রামোস। এরপর বার্সা ডিফেন্ডার রামোসের জার্সি ধরে টান দিলে পরেযান তিনি। মনে হচ্ছিল লাংলের টানে পরেনি রামোস। তারপরও ভিএআর দেখে পেনাল্টির সিদ্ধান্ত নেন রেফারি।

এরপর ম্যাচের ৯০তম মিনিটের দিকে ভিনিসিয়াস জুনিয়রের আক্রমণ রুখতে গিয়ে তা নিয়ন্ত্রণে রাখতে পারেনি বার্সা গোলরক্ষক নেতো। বল চলে যায় লিকা মডরিচের পায়ে। চমৎকার ভাবে বার্সা গোলকিপারকে কাটিয়ে গোল করেন মডরিচ। রিয়াল এগিয়ে যায় ৩-১ গোলে। এর কিছুক্ষণের মধ্যে রেফারি বাঁশি বাজালে হতাশ হয়ে মাঠ ছাড়ে মেসির দল।

বাংলাদেশ জার্নাল/ডব্লিউএ/টিআই

  • সর্বশেষ
  • পঠিত