ঢাকা, সোমবার, ০৬ মে ২০২৪, ২৩ বৈশাখ ১৪৩১ আপডেট : ৩ মিনিট আগে
শিরোনাম

ফিটনেস টেস্টে অকৃতকার্য নাসির

  স্পোর্টস ডেস্ক

প্রকাশ : ১০ নভেম্বর ২০২০, ১৩:৩৫

ফিটনেস টেস্টে অকৃতকার্য নাসির

সামনেই বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপ। এই আসরকে সামনে রেখে মিরপুরে চলছে ক্রিকেটারদের ফিটনেস টেস্ট। এই টেস্টে অকৃতকার্য হয়েছেন জাতীয় দলের তারকা ক্রিকেটার নাসির হোসেন। দ্বিতীয় দিনের বিপ টেস্টে নাসিরের স্কোর মাত্র ৮.৫। যা এখনো পর্যন্ত এবারের বিপ টেস্টে সবচেয়ে কম স্কোর। বিপ টেস্টে পাশ না করায় এবারের বঙ্গবন্ধু কাপে খেলা হবে না নাসিরের।

নাসিরের সঙ্গে কে এই লাস্যময়ী নারী?

নাসিরকে নিয়ে হতাশা প্রকাশ করে প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু জানান, ‘এটা হতাশাজনক। এটা নিজের প্রতি অযত্নশীলতার কারণে। ওর থেকে বয়সে বড় অনেকেই পাশ করছে, কিন্তু সে পারছে না।’

তিনি আরো বলেন, ‘যারা ফিটনেস টেস্টে পাশ করবে না তারা প্লেয়ার ড্রাফটে থাকবে না। তাদের তো ফিটনেসই নেই, খেলবে কি করে!’

গোপন ‘প্রেমে’ নাসির, ছবি ফাঁস

সোমবার থেকে শুরু হওয়া এই বিপ টেস্টের আজ দ্বিতীয় দিন। প্রথম দিন এ টেস্টের সম্মুখীন হন ৭১ জন ক্রিকেটার। এদিক সাকিব আল হাসানের টেস্ট দেওয়ার কথা থাকলেও, বিপ টেস্ট দেননি তিনি। আগামীকাল বিপ টেস্ট দেওয়ার কথা রয়েছে তার।

অবশেষে বিয়ে করছেন নাসির হোসেন

উল্লেখ্য, বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপের এবারের আসরে অংশ নিবে মোট পাঁচটি দল। ইতোমধ্যে দলগুলোর নামও ঘোষণা করেছে বিসিবি। খসড়া সূচি অনুযায়ী আগামী ২০ নভেম্বর থেকে মাঠে গড়ানোর কথা রয়েছে প্রতিযোগিতাটির। মোট ২৪ ম্যাচের প্রতিযোগিতাটির ফাইনাল অনুষ্ঠিত হবে আগামী ১৪ ডিসেম্বর।

বাংলাদেশ জার্নাল/টিআই

  • সর্বশেষ
  • পঠিত