ঢাকা, শনিবার, ১১ মে ২০২৪, ২৮ বৈশাখ ১৪৩১ আপডেট : ৩ ঘন্টা আগে
শিরোনাম

শেষ ম্যাচেও আয়ারল্যান্ডকে হারালো ইমার্জিং দল

  স্পোর্টস ডেস্ক

প্রকাশ : ১৬ মার্চ ২০২১, ১৭:৩০

শেষ ম্যাচেও আয়ারল্যান্ডকে হারালো ইমার্জিং দল

মিরপুরে একমাত্র টি-টোয়েন্টি আয়ারল্যান্ড উলভসকে ৩০ রানে হারিয়ে সাফল্যের ষোলোকলা পূর্ণ করেছে বাংলাদেশ। এর আগে আনঅফিসিয়াল একমাত্র টেস্ট ও ওয়ানডে সিরিজে চারটি ম্যাচ হারা আইরিশরা দেশে ফিরে যাচ্ছে খালি হাতেই।

শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে প্রথমে ব্যাট করতে নামে সাইফ হাসানের নেতৃত্বাধীন বাংলাদেশ ইমার্জিং দল। দলের পক্ষে অর্ধশতক হাঁকান তৌহিদ হৃদয়। ৩৫ বলে ৫৮ রান করে বিদায় নেন ৭টি চার ও ১টি ছক্কা হাঁকানো হৃদয়। অধিনায়ক সাইফ ৩৬ বলে ৪৮ রান, শামীম হোসেন পাটোয়ারি ১১ বলে ৪টি ছক্কায় ২৮ রান এবং ইয়াসির আলী ১৬ বলে ২২ রান করেন।

জুনিয়র টাইগারদের দেয়া ১৮৫ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে দেড়শ পেরিয়ে থামে আইরিশরা। সর্বোচ্চ ৩৮ রান করেন লরকান টাকার। সুমন খান চারটি, তানভির ইসলাম ও আমিনুল ইসলাম বিপ্লব নেন দুটি করে উইকেট।

বাংলাদেশ জার্নাল/টিআই

  • সর্বশেষ
  • পঠিত