ঢাকা, রোববার, ২৮ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১ আপডেট : কিছুক্ষণ আগে
শিরোনাম

কোহলিকে টপকে এক নম্বরে বাবর আজম

  খেলা ডেস্ক

প্রকাশ : ১৪ এপ্রিল ২০২১, ১৫:৩১  
আপডেট :
 ১৪ এপ্রিল ২০২১, ১৫:৪১

কোহলিকে টপকে এক নম্বরে বাবর আজম
ফাইল ছবি

ওয়ানডের ব্যাটিং র‍্যাংকিংয়ে বিরাট কোহলিকে পেছনে ফেলে এক নম্বরে উঠে এসেছেন পাকিস্তানের সীমিত ওভারের অধিনায়ক বাবর আজম।

বুধবার আইসিসির র‍্যাংকিং হালনাগাদের পর জানা যায় এক নম্বরে আর নেই বিরাট। জায়গা দখল করেছেন বাবর। এখন বাবরের চেয়ে ৮ রেটিং পয়েন্ট কম থাকায় বিরাটের অবস্থান দুইয়ে।

বাবরের একার উন্নতি হয়নি, দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডে সিরিজ জয়ের পর ওয়ানডের ব্যাটিং র্যাং কিংয়ে উন্নতি হয়েছে সতীর্থ ফখর জামানেরও।

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৩ ম্যাচের ওয়ানডে সিরিজে একটি সেঞ্চুরি ও একটি ফিফটিতে ৭৬ গড়ে বাবর করেছিলেন ২২৮ রান। শেষ ম্যাচে ওয়ানডেতে বাবর খেলেন ৮২ বলে ৯৪ রানের ইনিংস। আর এই ইনিংসের কারণেই পেয়েছেন ১৩টি রেটিং পয়েন্ট।

গত সিরিজে ২৮টি রেটিং পয়েন্ট পান বাবর। সব মিলে ৮৬৫ রেটিং পয়েন্ট পেয়ে তবেই টপকে গেছেন বাবরকে।

ওপেনার ফাখর জামান তিন ম্যাচের সিরিজে দুই সেঞ্চুরিতে মোট করেছেন ৩০২ রান। তাতে ৭৭৮ রেটিং পয়েন্ট নিয়ে সাত নম্বরে জায়গা করে নিয়েছেন এই বাঁহাতি ব্যাটসম্যান।

বাংলাদেশ জার্নাল/আরএ

  • সর্বশেষ
  • পঠিত