ঢাকা, রোববার, ২৮ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১ আপডেট : ১৮ মিনিট আগে
শিরোনাম

রাতে চেন্নাইয়ের মুখোমুখি নড়বড়ে কলকাতা

  স্পোর্টস ডেস্ক

প্রকাশ : ২১ এপ্রিল ২০২১, ১৫:২৭

রাতে চেন্নাইয়ের মুখোমুখি নড়বড়ে কলকাতা

আইপিএলে টানা দুই ম্যাচ হেরে বিপাকে কলকাতা নাইট রাইডার্স। ওদিকে ধোনির নেতৃত্বে চেন্নাই সুপার কিংস লিগ টেবিলে ৩ নম্বরে। দুই দলের লড়াইয়ে বরাবরই এগিয়ে থেকেছে চেন্নাই। আইপিএলের ইতিহাসে এই পর্যন্ত ২৫ বার মুখোমুখি হয়ে মাত্র ৯ বার জিতেছে নাইট রাইডার্স।

আজ মুম্বাইয়ের মাঠে চেন্নাইয়ের বিপক্ষে হারের বৃত্ত ভাঙতে মরিয়া সাকিবের কলকাতা। মুম্বাইয়ে জয় পেতে দলে একাধিক পরিবর্তনের আভাস দিয়েছে নাইট ম্যানেজমেন্ট। সেই পরিবর্তনের জোয়ারে চেন্নাইয়ের বিপক্ষে নড়বড়ে অবস্থানে আছেন সাকিব। ধারণা করা হচ্ছে আজ সাকিবকে বসিয়ে নারিনকে খেলাতে পারে কেকেআর টিম ম্যানেজম্যান্ট। ম্যাচটা শুরু হবে আজ রাত ৮টায়। দেখাবে স্টার স্পোর্টস-১, জিটিভি।

প্রথম ম্যাচ হারের পর টানা দুটি ম্যাচ জিতে যেন পুরোনো ছন্দ খুঁজে পেয়েছে চেন্নাই সুপার কিংস। ফলে কেকেআরের বিরুদ্ধে নামার আগে ধোনির দলে একটা পরিবর্তনের সম্ভাবনা নেই। সিএসকের ব্যাটিং লাইনআপে থাকছেন রুতুরাজ গায়কোয়াড়, ফাফ ডুপ্লেসি, মইন আলি, সুরেশ রায়না, আম্বাতি রায়ডু, এমএস ধোনি (অধিনায়ক ও উইকেট রক্ষক)। অলরাউন্ডারের ভূমিকায় থাকছেন ডোয়েইন ব্রাভো, রবীন্দ্র জাদেজা, স্যাম কুরান। মইন আলিও বল করছেন ও উইকেট পাচ্ছেন। স্পেশালিস্ট বোলার হিসেবে থাকছেন শার্দুল ঠাকুর, দীপক চাহার।

টানা ২ ম্য়াচ হেরে অনেকটা কোণঠাসা হয়ে পড়েছে কেকেআর। প্রশ্ন উঠতে শুরু করেছে ইয়ন মরগ্যানের অধিনায়কত্ব নিয়েও। তাই আজকের ম্যাচে কেকেআর দলে একাধিক পরিবর্তন হওয়ার সম্ভাবনা। দলে সাকিবের জায়গায় ফিরতে পারেন সুনীল নারিন ও হরভজন সিংয়ের জায়গায় সুযোগ পাবেন শিবম মাভি।

কেকেআরের প্রথম একাদশ অনেক এরকম হতে চলেছে। ব্যাটিং লাইনআপে নীতিশ রানা, শুভমান গিল, রাহুল ত্রিপাঠী, ইয়ন মর্গ্যান (অধিনায়ক), দীনেশ কার্তিক ( উইকেট রক্ষক)। অল রাউন্ডারের ভূমিকায় থাকছেন আন্দ্রে রাসেল ও সুনীল নারিন। বোলিং লাইনআপে থাকছেন প্যাট কামিন্স, শিবম মাভি, প্রসিদ্ধ কৃষ্ণা, বরুণ চক্রবর্তী।

বাংলাদেশ জার্নাল/টিআই

  • সর্বশেষ
  • পঠিত