ঢাকা, রোববার, ২৮ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১ আপডেট : ৪ মিনিট আগে
শিরোনাম

দেশে ফিরছেন জামাল

  স্পোর্টস ডেস্ক

প্রকাশ : ২৬ এপ্রিল ২০২১, ১৪:০৯

দেশে ফিরছেন জামাল

অবশেষে ‘পাসপোর্ট জটিলতার’ অবসান হয়েছে জামাল ভুঁইয়ার। তাই ডেনমার্ক থেকে আজই দেশে ফিরছেন তিনি। এরপরই এ মিডফিল্ডার প্রিমিয়ার লিগ ও বিশ্বকাপ বাছাইয়ের প্রস্তুতি শুরু করবেন। এক বিবৃতিতে বাংলাদেশ ফুটবল ফেডারেশন জানায়, এমিরেটস ফ্লাইটযোগে আজ দেশে ফিরবেন জামাল।

নতুন করে আবার করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় গত মার্চে বন্ধ হয়ে যায় ঘরোয়া ফুটবল। যে কারণে ডেনমার্কে পরিবারের কাছে গিয়েছিলেন জামাল। তবে আগামী ৩০ এপ্রিল থেকে প্রিমিয়ার লিগের দ্বিতীয় ধাপের খেলা শুরু করতে চায় বাফুফে। তাই সাইফ স্পোর্টিংয়ের হয়ে লিগে খেলতে শনিবার ডেনমার্ক থেকে দেশে ফিরতে চেয়েছিলেন জামাল। গিয়েছিলেন কোপেনহেগেন বিমানবন্দরেও। কিন্তু ডেনিস পাসপোর্ট দেখানোর কারণে কর্তৃপক্ষ তাকে ‘বিদেশি’ হিসেবে বিবেচনা করে বোর্ডিং পাস দেয়নি।

প্রথম পর্ব শেষে ১২ ম্যাচে ২২ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে রয়েছে সাইফ স্পোর্টিং। কলকাতা মোহামেডানে খেলার কারণে প্রথম ধাপে সাইফের হয়ে খেলতে পারেননি জামাল।

বাংলাদেশ জার্নাল/টিআই

  • সর্বশেষ
  • পঠিত