ঢাকা, শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১ আপডেট : ২ মিনিট আগে
শিরোনাম

এ লাল সবুজ তো আমরা চাইনি: মাশরাফি

  ক্রীড়া প্রতিবেদক

প্রকাশ : ১৮ অক্টোবর ২০২১, ১৮:৫৯

এ লাল সবুজ তো আমরা চাইনি: মাশরাফি
ছবি: সংগৃহীত

আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে রোববার স্কটল্যান্ডের বিপক্ষে ৬ রানে হেরে গেছে বাংলাদেশ। ফলে বিশ্বকাপের দ্বিতীয় পর্বে যেতে নানা সমীকরণ প্রয়োজন বাংলাদেশের সামনে। এদিকে এই হারে টাইগারদের নিয়ে সমালোচনার ঝড় বইছে সামাজিক যোগাযোগ মাধ্যমে।

অপরদিকে রোববার রাতে রংপুরের পীরগঞ্জের জেলে পল্লীতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা, করা হয়েছে লুটপাটও। এ ঘটনায় এখন পর্যন্ত ২০ জনকে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা বাহিনী।

দুর্গাপূজাকে কেন্দ্র করে দেশে গত কয়েকদিন ধরেই চলমান সাম্প্রদায়িক হামলার ধারাবাহিকতায় এমন ঘটনা দেশবাসীকে হতবিহ্বল করে দিয়েছে।

রংপুরের ঘটনায় দেশজুড়ে উঠেছে প্রতিবাদের ঝড়। শুভ বুদ্ধির মানুষেরা নেমে এসেছেন রাস্তায়। অনেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রতিবাদ করছেন। এই প্রতিবাদে সামিল হয়েছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা।

সোমবার রাতে টাইরাদের সাবেক এ কাপ্তান ফেসবুক ভেরিফাইড পেজে লিখেন, কাল দুইটা হার দেখেছি, একটা বাংলাদেশ ক্রিকেট দল, যেটায় কষ্ট পেয়েছি। আর একটি পুরো বাংলাদেশের, যা হৃদয় ভেঙ্গে চুরমার করেছে। এ লাল সবুজ তো আমরা চাইনি, কতো কতো সপ্ন, কতো কষ্টার্জিত জীবন যুদ্ধ এক নিমিষেই শেষ। আল্লাহ আপনি আমাদের হেদায়েত দিন।

বাংলাদেশ জার্নাল/আইএইচ/এমজে

  • সর্বশেষ
  • পঠিত