ঢাকা, শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১ আপডেট : ৯ মিনিট আগে
শিরোনাম

৫৮ নারী ফুটবলার পেলেন করোনা টিকার প্রথম ডোজ

  স্পোর্টস ডেস্ক

প্রকাশ : ০২ ফেব্রুয়ারি ২০২২, ০০:১০

৫৮ নারী ফুটবলার পেলেন করোনা টিকার প্রথম ডোজ
ফাইল ছবি

পুরুষদের পর এবার বাংলাদেশ জাতীয় মহিলা ফুটবল দলসহ সকল বয়সভিত্তিক নারী দল মিলিয়ে ৫৮ জন নারী ফুটবলারকে করোনা টিকার প্রথম ডোজ দেয়া হয়েছে।

মঙ্গলবার (১ ফেব্রুয়ারি) দুপুরের দিকে ঐ ৫৮ জন নারী ফুটবলারকে করোনার ভ্যাকসিনের আওতায় আনা হয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) পক্ষ থেকে। দেশের ফুটবলের শীর্ষ নিয়ন্ত্রক সংস্থা।

সদ্যই ভ্যাকসিন জটিলতায় জামাল ভূঁইয়াদের ইন্দোনেশিয়া সফর বাতিল হওয়ার পরেই টনক নড়ে বাফুফের। সামনে মার্চ মাসে আবারও ফিফা উইন্ডোতে আন্তর্জাতিক ম্যাচ খেলার সুযোগ হারাতে চায় না বলে এরপরই স্বাস্থ্য মন্ত্রণালয় ও অধিদপ্তরের সঙ্গে যোগাযোগ করে নারী ফুটবলারদের ভ্যাকসিনের আওতায় আনার ব্যবস্থা করে তারা।

নারী ফুটবলের সকল স্তর মিলিয়ে ৫৮ জনকে করোনা টিকার প্রথম ডোজ দেয়া হয়েছে। ১১ জনকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় কেন্দ্রে আর ৪৭ জনকে কুর্মিটোলা জেনারেল হাসপাতাল থেকে টিকা দেয়ানো হয়।

বাংলাদেশ জার্নাল/এসএস

  • সর্বশেষ
  • পঠিত