ঢাকা, শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১ আপডেট : ১ ঘন্টা আগে
শিরোনাম

দাপুটে ব্যাটিংয়ে অজিদের হারিয়ে সিরিজে এগিয়ে গেলো শ্রীলঙ্কা

  স্পোর্টস ডেস্ক

প্রকাশ : ২০ জুন ২০২২, ০৯:৪১

দাপুটে ব্যাটিংয়ে অজিদের হারিয়ে সিরিজে এগিয়ে গেলো শ্রীলঙ্কা
ছবি- ইএসপিএন ক্রিকইনফো

প্রথম ওয়ানডেতে জিততে জিততেও এক গ্লেন ম্যাক্সওয়েলের কাছেই হেরে গিয়েছিলো শ্রীলঙ্কা। তবে দ্বিতীয় ম্যাচের পর এবার তৃতীয় ওয়ানডেতেও আস্ট্রলিয়ার বিপক্ষে দাপুটে এক জয় তুলে নিলো লঙ্কানরা।

ওয়ানডের শক্তিশালী অস্ট্রেলিয়াকে বেশ হেসে খেলে হারিয়েই পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজেও ২-১ ব্যবধানে এগিয়ে গেল স্বাগতিকরা।

রোববার (১৯ জুন) কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় অজি অধিয়ান্যক অ্যারন ফিঞ্চ। ব্যাটিংয়ে নেমে ফিঞ্চের ৮৫ বলে ৬২ আর ট্রাভিস হেডের ৬৫ বলে ৭০, সাথে অ্যালেক্স ক্যারির ৫২ বলে ৪৯ রানে ভর করে নির্ধারিত ৫০ ওভারে ৬ উইকেটে ২৯ও রান তোলে অস্ট্রেলিয়া। ম্যাক্সওয়েল অবশ্য এদিনও ঝড় তুলেছিলেন শেষে। দলের রানকে তিনশ'র কাছাকাছি নিয়ে যেতে বড় অব্দান তার ১৮ বলে ৩৩ রানের ক্যামিও ইনিংসের।

তবে তিনশ রানের কাছাকাছি এই টার্গেটকেও নিতান্তই হাতের মুঠোয় নিয়ে আসে দুই লঙ্কান ব্যাটসম্যান পাথুম নিসানকা আর কুশল মেন্ডিস। নিজের ওয়ানডে ক্যারিয়ারের প্রথম শতক তুলে নেনে নিশানকা। ১৪৭ বলে ১১ চার আর ২ ছয়ে ১৩৭ রানের ইনিংসে ভর করেই সহজ জয় পায় শ্রীলঙ্কা।

নিশানকাকে যোগ্য সঙ্গ দিয়েছেন মেন্ডিস। আগেরজনের সেঞ্চুরির সাথে নিজের ৮৫ বলে ৮৭ রানের ইনিংসে দুইজনের অপরাজিত জুটি ১৭০ রানের। এই দুজনের জুটিতেই জয়ের ভিত পেয়ে যায় লঙ্কানরা। ব্যক্তিগত ৮৭ রানে মেন্ডিস রিটায়ার্ড হার্ট হয়ে মাঠ ছাড়লেও পরে সেটি আর শ্রীলঙ্কার জয়ে বাঁধা হতে পারেনি কোনো।

মেন্ডিস মাঠ ছাড়ার পর নিশানকা আউট হলেও স্বাগকিতদের জয়ে অবশ্য কোন সমস্যার সৃষ্টি হয়নি। ধনঞ্জয়া ডিসিল্ভা আর চারিথ আসালাংকা মিলে বাকি কাজটা ঠিক্মতোই সেরে ফেলেন। শেষে গিয়ে সিলভা আউট হলেও দলকে ৬ উইকেটের জয় এনে দিয়েই মাঠ ছাড়েন আসালাংকা। অস্ট্রেলিয়ার হয়ে দুই উইকেট শিকার করেন ঝাই রিচার্ডসন।

দুর্দান্ত সেঞ্চুরিতে ম্যাচসেরার পুরস্কার জিতেছেন নিসানকা। সিরিজের চতুর্থ ওয়ানডে মাঠে গড়াবে আগামী মঙ্গলবার (২১ জুন)। সিরিজ বাঁচাতে হলে সেই ম্যাচে এখন জিততেই হবে অস্ট্রেলিয়াকে।

বাংলাদেশ জার্নাল/এসএস

  • সর্বশেষ
  • পঠিত