ঢাকা, শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১ আপডেট : ১ ঘন্টা আগে
শিরোনাম

বর্ণবাদের শিকার ভিনিসিয়াসের পাশে পেলে-নেইমাররা

  ক্রীড়া ডেস্ক

প্রকাশ : ১৭ সেপ্টেম্বর ২০২২, ১৭:০২  
আপডেট :
 ১৭ সেপ্টেম্বর ২০২২, ১৭:১৩

বর্ণবাদের শিকার ভিনিসিয়াসের পাশে পেলে-নেইমাররা
বর্ণবাদের শিকার ব্রাজিলিয়ান তরুণ ফুটবলার ভিনিসিয়াস জুনিয়র। ছবি: সংগৃহীত

ব্রাজিলিয়ান ফুটবলাররা সাম্বা নাচ কিংবা সাম্বা ফুটবল দুটাকেই দর্শকদের কাছে জনপ্রিয় করেছেন। বিখ্যাত সাম্বা নাচ নেচে বর্ণবাদের শিকার হতে হয়েছে ব্রাজিলিয়ান তরুণ ফুটবলার ভিনিসিয়াস জুনিয়রকে। আর এতে ক্ষুব্ধ হয়েছেন ব্রাজিলের সাবেক থেকে বর্তমান সব ফুটবলাররাই।

এই বর্ণবাদটি এসেছে স্প্যানিশ ফুটবলারদের এজেন্টদের সভাপতি পেদ্রো ভাবোর কাছ থেকে। স্প্যানিশ এক জনপ্রিয় টকশোতে পেদ্রো বলেন, আপনাকে আপনার প্রতিপক্ষকে সম্মান দিতে হবে। যখন আপনি গোল করবেন, যদি আপনি সাম্বা নাচতে চান, তাহলে আপনাকে ব্রাজিলের সাম্বোদ্রোমোয় যেতে হবে। কিন্তু এখানে আপনাকে আপনার প্রতিপক্ষকে শ্রদ্ধা করতেই হবে, সাথে বানর নাচ নাচা যাবে না।

স্প্যানিশ এই এজেন্টের এমন মন্তব্যের তীব্র প্রতিবাদ জানিয়ে টুইট করেছেন ব্রাজিলের সাবেক থেকে শুরু করে বর্তমান ফুটবলাররা। সেই সাথে সাধারাণ সমার্থকরাও বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় পেদ্রোর এমন মন্তব্যের প্রতিবাদ জানায়।

তীব্র প্রতিবাদের মুখে স্প্যানিশ এই এজেন্ট নিজের মন্তব্যের জন্য ক্ষমা চেয়েছেন।

বাংলাদেশ জার্নাল/জিকে

  • সর্বশেষ
  • পঠিত