ঢাকা, শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১ আপডেট : ১ ঘন্টা আগে
শিরোনাম

আইরিশদের টার্গেট ৩৫০

টাইগারদের ব্যাক টু ব্যাক রানের রেকর্ড

  ক্রীড়া ডেস্ক

প্রকাশ : ২০ মার্চ ২০২৩, ১৮:০১  
আপডেট :
 ২০ মার্চ ২০২৩, ১৮:২০

টাইগারদের ব্যাক টু ব্যাক রানের রেকর্ড
আজকের ম্যাচ। ছবি: সংগৃহীত

দীর্ঘ ১৫ বছর পর পূর্ণাঙ্গ সিরিজ খেলতে বাংলাদেশে এসেছে আয়ারল্যান্ড। দ্বিপাক্ষিক এই সিরিজের দ্বিতীয় ম্যাচে টসে জিতে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছেন আইরিশ অধিনায়ক অ্যান্ড্রু বালবির্নি। আগে ব্যাট করতে নেমে বাংলাদেশকে ভালো শুরু এনে দেন টাইগার দুই ওপেনার। এরপর মিডল-অর্ডারে তৌহিদ হৃদয় ও মুশফিকুর রহিমের ১২৮ রানের পার্টনারশিপে টাইগারদের বড় সংগ্রহের ভীত গড়ে দেন। শেষ পর্যন্ত নির্ধারিত ৫০ ওভারে উইকেট হারিয়ে ৩৩৮ রান সংগ্রহ করেছে বাংলাদেশ। যা টাইগারদের ওয়ানডে ক্রিকেট ইতিহাসে সর্বোচ্চ রান।

আগে ব্যাট করতে নেমে বাংলাদেশকে ভালো শুরু এনে দেন ওপেনার তামিম ইকবাল ও লিটন দাস। এই জুটিতে গড়েন ৪২ রান। কিন্তু এদিন ম্যাচে পুরো কৃতীত্ব আইরিশদের, বোলিংয়ের পাশাপাশি দারুণ ফিল্ডিংও করেছেন তারা। যার ফলে মার্ক এড্যাইরের দারুণ থ্রোতে সরাসরি রান আউটে কাটা পড়েন বাংলাদেশ অধিনায়ক। আউট হবার আগে তার ব্যাটে আসে ৩১ বলে ২৩ রান। ফলে জন্মদিনটা আর রাঙানো হলো না তামিমের।।

অধিনায়কের বিদায়ের পর উইকেটে আসেন নাজমুল হাসান শান্ত। শান্তকে সঙ্গে নিয়ে রানের চাকা সচল রাখেন লিটন। নিজের সাবলীল ব্যাটিংয়ে ৫৪ বলে নিজের অর্ধশতক পূরণ করেন লিটন দাস।

তবে দলীয় ১৪৩ রানে কার্টিস ক্যাম্ফারের বলে শর্ট লেংথের বলে ঘুরিয়ে খেলতে গিয়ে শর্ট মিডউইকেটে সহজ ক্যাচ দিয়েছেন লিটন। এতে ৭১ বলে ৭০ রানের শেষ হয় তার ব্যাক্তিগত ইনিংস।

লিটনের বিদায়ের পরে সাকিব আল হাসানকে সঙ্গে নিয়ে রানের চাকা সচল রাখেন শান্ত। নিজের আগ্রসী ব্যাটিংয়ে ৫৯ বলে ফিফটিও পেয়ে যান এই বাহাতি ব্যাটার। তবে দলীয় ১৮২ রানে, ১৯ বলে ১৭ রান করে সাজঘরে ফিরে যান সাকিব। অধিনায়কের বিদায়ের পর ক্রিজে আসেন হৃদয়। এরপর দলীয় ১৯০ রানে ৭৩ রান করে আউট হন শান্ত। নাজমুল হোসেন শান্তর বিদায়ের পর ক্রিজে আসেন মুশফিক।

দ্রুত ২ উইকেট পড়ার পর আয়ারল্যান্ডের বোলারদের চেপে বসতে দিলেন না মুশফিকুর রহিম ও হৃদয়। পাল্টা আক্রমণে জুটি গড়লেন এই দুই মিডল-অর্ডার ব্যাটার। মুশফিকের ঝড়ো ব্যাটে নিজের অর্ধশতক পূরণ করেন ৩৪ বলে। ওপর প্রান্তে হৃদয়ও ব্যাটিংয়ে তান্ডব চালাতে থাকে।

তবে দলীয় ৩১৮ রানে ৩৪ বলে ৪৯ রান করে আউট হন হৃদয়। এরপর উইকেটে আসেন ইয়াসির রাব্বি। অন্যদিকে ঝড়ো ব্যাটিংয়ে ইনিংসের শেষ ওভারে দ্রুততম শতক পূরন করেন মুশফিক। শেষ পর্যন্ত নির্ধারিত ৫০ ওভারে ৬ উইকেট হারিয়ে ৩৪৯ রান সংগ্রহ করেছে বাংলাদেশ। যা টাইগারদের ওয়ানডে ক্রিকেট ইতিহাসে সর্বোচ্চ রান।

বাংলাদেশ জার্নাল/জিকে

  • সর্বশেষ
  • পঠিত