ঢাকা, বুধবার, ০১ মে ২০২৪, ১৮ বৈশাখ ১৪৩১ আপডেট : ২২ মিনিট আগে
শিরোনাম

দলে জায়গা না পেয়ে ক্রিকেটারের আত্মহত্যা

  অনলাইন ডেস্ক

প্রকাশ : ২১ ফেব্রুয়ারি ২০১৮, ০৩:৩১

দলে জায়গা না পেয়ে ক্রিকেটারের আত্মহত্যা

অনূর্ধ্ব-১৯ দলে ডাক না পাওয়ায় আত্মহত্যা করেছে পাকিস্তানি ক্রিকেটার। মুহাম্মদ জারিয়াব নামের এই খেলোড়ায় পাকিস্তানের সাবেক ক্রিকেটার আমের হানিফের ছেলে।

হানিফের বক্তব্য অনুযায়ী, অনূর্ধ্ব-১৯ দল নির্বাচনের সময় জারিয়াবকে বয়স্ক বলে বাতিল করা হয়। তারপরই হতাশ হয়ে পড়েন জারিয়াব। আর এই কারণেই আত্মহত্যার পথ বেছে নেন তাঁর ছেলে।

হানিফ পাকিস্তানের হয়ে পাঁচটি একদিনের ম্যাচ খেলেছিলেন। সেটা ১৯৯০ সাল। বেশিদূর যায়নি তাঁর কেরিয়ারও। গত জানুয়ারিতেই লাহৌরে করাচির প্রতিনিধিত্ব করেছিলেন জারিয়াব। সেখান থেকেই চোটের কারণে তাঁকে বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়েছিল। কিন্তু নিশ্চয়তা দেওয়া হয়েছিল তাঁকে আবার ডেকে নেওয়া হবে দলে। কিন্তু পরে তাঁকে ‘ওভার এজ’এর জন্য বাতিল করা হয়। যেটা মেনে নিতে পারেননি জারিয়াব।

আরও পড়ুন : চেলসি-বার্সেলোনা যুদ্ধে মেসির অগ্নি পরীক্ষা

হানিফ বলেন, ‘‘দেশের অনূর্ধ্ব-১৯ ক্রিকেটের কোচ ও যারা এই নির্বাচনের দায়িত্বে ছিলেন তারাই ওকে বাধ্য করেছে আত্মহত্যা করতে। আমার ছেলের উপর চাপ সৃষ্টি করা হয়েছে। কোচদের ব্যবহার ওকে এ দিকে ঠেলে দিয়েছে।’’ হানিফ প্রার্থণা করেছেন বাকি ছেলেদের সঙ্গে যেন এমন না হয়। এরকম পরিবেশ যাতে তৈরি না হয়।

জেডআই

  • সর্বশেষ
  • পঠিত