ঢাকা, সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১ আপডেট : ১০ মিনিট আগে
শিরোনাম

চেলসি-বার্সেলোনা যুদ্ধে মেসির অগ্নি পরীক্ষা

  অনলাইন ডেস্ক

প্রকাশ : ২০ ফেব্রুয়ারি ২০১৮, ২৩:৫৩  
আপডেট :
 ২১ ফেব্রুয়ারি ২০১৮, ০১:৩৪

চেলসি-বার্সেলোনা যুদ্ধে মেসির অগ্নি পরীক্ষা

বার্সেলোনার হয়ে চার বার চ্যাম্পিয়ন্স লিগ জিতেছেন। অথচ চেলসির বিরুদ্ধে আটটি ম্যাচ খেললেও গোল করতে পারেননি বার্সেলোনা তারকা লিওনেল মেসি।

আর কিছুক্ষন পরই স্ট্যামফোর্ড ব্রিজে গোল করেই ছবিটা বদলাতে চান তিনি। লা লিগায় এইবারের বিরুদ্ধে গোল না করলেও দুর্দান্ত খেলেছেন মেসি। সুয়ারেজ ও ফিলিপে কুতিনহোর সঙ্গে জুটি বেঁধে ঝড় তুলতে পারেন।

চ্যাম্পিয়ন্স লিগে সাতানব্বই গোল হয়ে গিয়েছে ফুটবলের রাজপুত্র লিও'র। কিন্তু 'ব্লু আর্মি'র বিরুদ্ধে এ পর্যন্ত আটটি ম্যাচে ৬৫৫ মিনিট খেলেও কোনও গোল করতে পারেননি তিনি। শেষ বার যখন চ্যাম্পিয়ন্স লিগে এই দুই দল মুখোমুখি হয়েছিল, ২০১২ সালে, সেই সেমিফাইনাল ম্যাচের দ্বিতীয় পর্বে ঘরের মাঠ কাম্প ন্যু-তে পেনাল্টি মিস করে চেলসিকে বিজয়োৎসব করতে দেখেছিলেন মেসি। তা হলে এ বারও কি সেই চেলসি-ফাঁড়া কাটবে না?

সাংবাদিক সম্মেলনে প্রশ্ন শুনে হেসে ফেলেন চেলসি কোচ আন্তোনিও কন্তে। ফুটবলার জীবনে জুভেন্তাসের হয়ে চ্যাম্পিয়ন্স লিগ জেতা চেলসির ইতালিয়ান কোচ বলেন, 'হয়তো এ বারও রেকর্ডটা ভাঙবে না। কিন্তু মনে রাখবেন, বিশ্বের সেরা ফুটবলার এবং অন্যতম সেরা টিমের বিরুদ্ধে ম্যাচটা খেলতে যাচ্ছি। আর মেসিকে নিষ্প্রভ করতে গেলে কোনও এক জনকে দিয়ে মার্কিং করিয়ে কাজ নেই। এ রকম পরিস্থিতিতে ও আরও ভয়ঙ্কর। মেসিকে আটকাতে গেলে পুরো দলকে দায়িত্ব নিতে হবে।' লা লিগায় এ বার ২০ গোল করে গোলদাতাদের শীর্ষ স্থানে মেসি। সঙ্গে ১১ গোল করিয়েছেন। যার অর্ধেকটাই লুইস সুয়ারেজ-কে দিয়ে।

চ্যাম্পিয়ন্স লিগে এ পর্যন্ত ১২ বার মুখোমুখি হয়েছে ইউরোপের এই দুই দল। সেখানেও ৪-৩ এগিয়ে চেলসি। ড্র পাঁচবার। যদিও এই পরিসংখ্যানকে বিশেষ গুরুত্ব দিতে নারাজ বার্সেলোনার প্রাক্তন ব্রাজিলীয় ফুটবলার রিভাল্ডো। বলছেন, 'এ বার চেলসির চেয়ে অনেক ভাল দল বার্সেলোনা। তাই ফেভারিট মেসি-সুয়ারেজরা।'

লন্ডনে পা দেওয়ার আগে ক্লাবের প্রাক্তন ফুটবলারের এই ভবিষ্যদ্বাণী শুনে চনমনে বার্সালোনার মাঝমাঠের গুরুত্বপূর্ণ ফুটবলার ইভান রাকিতিচ। অ্যাওয়ে ম্যাচ খেলতে হিথরো বিমানবন্দরে পা দিয়েই তিনি বলছেন, 'ম্যাচের গতিটা নিয়ন্ত্রণে রাখতে হবে আমাদের মাঝমাঠকে। মোদ্দা কথা, ওদের চাপে রাখতে হবে। ওদের দলে এমন কিছু ফুটবলার রয়েছে, যারা জানে লা লিগা এবং বার্সেলোনা-র গতিপ্রকৃতি।'

জেডআই

  • সর্বশেষ
  • পঠিত