ঢাকা, রোববার, ২৮ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১ আপডেট : ২৪ মিনিট আগে
শিরোনাম

ফিফা র‍্যাঙ্কিংয়ের শীর্ষে ফ্রান্স, বাংলাদেশ ১৯৪

  স্পোর্টস ডেস্ক

প্রকাশ : ১৬ আগস্ট ২০১৮, ১৬:৩৩  
আপডেট :
 ১৬ আগস্ট ২০১৮, ১৭:২০

ফিফা র‍্যাঙ্কিংয়ের শীর্ষে ফ্রান্স, বাংলাদেশ ১৯৪

বিশ্বকাপ শেষ হওয়ার মাসখানেক পর র‌্যাংকিং প্রকাশ করেছে ফুটবলের সর্বোচ্চ সংস্থা ফিফা। যেখানে জায়গা করে নিয়েছে দ্বিতীয়বারের মত বিশ্বকাপজয়ী ফ্রান্স। আর র‍্যাংকিংয়ে পতন ঘটেছে ২০১৪ বিশ্বকাপ চ্যাম্পিয়ন জার্মানির। এছাড়াও সেরা দশে নেই আর্জেন্টিনা।

এক ধাপ এগিয়ে দুইয়ে জায়গা করে নিয়েছে সেমিফাইনাল খেলা বেলজিয়াম। একধাপ পিছিয়ে ৩-এ নেমে গেছে ব্রাজিল। দারুণ উন্নতি করা বিশ্বকাপ ফাইনালে খেলা ক্রোয়েশিয়া ১৬ ধাপ এগিয়ে চতুর্থ অবস্থানে জাগায় করে নিয়েছে।

কোয়ার্টার ফাইনাল খেলা উরুগুয়ে ৯ ধাপ উন্নতি করে ৫-এ এসেছে। ৬ ধাপ এগিয়ে সেমিফাইনালের আরেক দল ইংল্যান্ড ষষ্ঠস্থানে অবস্থান করছে। সপ্তমস্থানে থাকা পর্তুগাল ৩ ধাপ পিছিয়েছে। ২ ধাপ পিছিয়ে ৮-এ সুইজারল্যান্ড। ৯-এ থাকা স্পেন একধাপ এগিয়েছে। আর ৩ ধাপ এগিয়ে ১০-এ ডেনমার্ক।

সবসময়ের ফেভারিট আর্জেন্টিনা বিশ্বকাপে নিজেদের মেলে ধরতে না পারায় ৬ ধাপ পিছিয়ে ১১তম স্থানে চলে গেছে। বিশ্বকাপে খেলতে না পারা চিলি ৩ ধাপ পিছিয়ে ১২তম। আর ১০ ধাপ পিছিয়ে ১৮তমস্থানে পোল্যান্ড।

৯০৪ পয়েন্টে থাকা বাংলাদেশ আগের ১৯৪ র‌্যাংকিংয়েই অবস্থান করছে। দক্ষিণ এশিয়ার মধ্যে সবচেয়ে ভালো ৯৬স্থানে রয়েছে ভারত।

  • সর্বশেষ
  • পঠিত