ঢাকা, রোববার, ২৮ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১ আপডেট : ৪ মিনিট আগে
শিরোনাম

‌‌‌‘সাকিব ছাড়া নিউজিল্যান্ড সফর আরও কঠিন’

  স্পোর্টস ডেস্ক

প্রকাশ : ১০ ফেব্রুয়ারি ২০১৯, ১৫:২০

‌‌‌‘সাকিব ছাড়া নিউজিল্যান্ড সফর আরও কঠিন’
ফাইল ছবি

নিউজিল্যান্ডের মাটিতে খেলতে গিয়ে কখনো জয়ের দেখা পায়নি বাংলাদেশ ক্রিকেট দল। সাকুল্যে ২১টি ম্যাচ খেলে এখন পর্যন্ত জয়ের দেখা পায়নি টাইগাররা। এমনিতেই কিউইদের মাটিতে দুর্বল পরিসংখ্যান, তার ওপর চোটের কারণে ছিটকে গেছেন দলের অন্যতম সেরা তারকা সাকিব আল হাসান। সাকিবকে ছাড়া এবারের নিউজিল্যান্ড সফর তাই কঠিন হবে বলেই মনে করছেন ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা।

বিপিএলের ষষ্ঠ আসরের ফাইনাল ম্যাচে কনুইয়ের চোটে পড়েন সাকিব। তিন মাস মাঠের বাইরে থাকতে হবে তাকে। যে কারণে নিউজিল্যান্ড সফরে দেখা যাবে না বিশ্বের অন্যতম সেরা অলরাউন্ডারকে।

সাকিবকে ছাড়াই শনিবার নিউজিল্যান্ডের উদ্দেশে দেশ ছাড়েন মাশরাফি, তামিম ইকবাল, রুবেল হোসেন আর মোহাম্মদ সাইফউদ্দিন। বিমানবন্দরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মাশরাফি বলেন, ‘নিউজিল্যান্ড সফর সবসময়ই কঠিন। সাকিবকে ছাড়া আরও কঠিন হবে। তবে গতবছর তাকে ছাড়া বেশ কিছু ম্যাচ খেলতে হয়েছে আমাদের। চেষ্টা থাকবে সেই অভিজ্ঞতা কাজে লাগানোর।’

১৩ ফেব্রুয়ারি তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে কিউইদের মুখোমুখি হবে তারা। এর আগে রোববার একটি প্রস্তুতি ওয়ানডে খেলেছে মাশরাফি বাহিনী। প্রস্তুতিটাও ভালো হয়নি। নিউজিল্যান্ড একাদশের কাছে ২ উইকেটে হেরেছে টাইগাররা।

  • সর্বশেষ
  • পঠিত