ঢাকা, শনিবার, ১১ মে ২০২৪, ২৮ বৈশাখ ১৪৩১ আপডেট : ২ ঘন্টা আগে
শিরোনাম

ব্যাটিংয়ে ধুঁকছে টাইগাররা

ব্যাটিংয়ে ধুঁকছে টাইগাররা

নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে বাঁচা-মরা ম্যাচে টসে হেরে ব্যাটিংয়ে নেমে ধুঁকছে টাইগাররা।

তিন ম্যাচে সিরিজের দ্বিতীয় ম্যাচে আগে ব্যাটিংয়ে নেমে স্কোর বোর্ডে মাত্র ১৬ রান জমা করতেই সাজঘরে ফিরে টাইগার দলের দুই ওপেনার। ১ ও ৫ রানে ট্রেন্ট বোল্ট ও ম্যাট হেনরির শিকার হন লিটন কুমার দাস-তামিম ইকবাল।

১২.২ ওভারে দলীয় ৪৮ রানে তৃতীয় ব্যাটসম্যান হিসেবে সাজঘরে ফেরেন সৌম্য। একাধিকবার ক্যাচ তুলে লাইফ পাওয়া মুশফিকুর রহিম শেষ পর্যন্ত ২৪ রানে বোল্ড হয়ে ফেরেন। ফার্গুনসনের বলে বোল্ড হন মুশফিক। তার আগে ৩৬ বলে ২৪ রান করেন।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ২৪ ওভারে ৫ উইকেট হারিয়ে ১০৭।

সিরিজের প্রথম ওয়ানডেতে হেরে ১-০ ব্যবধানে পিছিয়ে আছে বাংলাদেশ। নেপিয়ারে মাশরাফির দলকে হেসেখেলে হারিয়েছে স্বাগতিকরা। ম্যাচটা তারা জিতেছে ৮ উইকেটের বড় ব্যবধানে।

প্রথমে ব্যাট করে ২৩২ রানে গুটিয়ে গিয়েছিল বাংলাদেশের ইনিংস। জবাবে মার্টিন গাপটিলের হার না মানা সেঞ্চুরিতে ৩৩ বল বাকি থাকতেই জয় তুলে নেয় কিউইরা।

বাংলাদেশ একাদশ: তামিম ইকবাল, লিটন দাস, সৌম্য সরকার, মুশফিকুর রহিম, মোহাম্মদ মিঠুন, মাহমুদউল্লাহ, সাব্বির রহমান, সাইফউদ্দিন, মেহেদী মিরাজ, মাশরাফি বিন মর্তুজা, মোস্তাফিজুর রহমান।

নিউজিল্যান্ড একাদশ: মার্টিন গাপটিল, হেনরি সিকোলস, কেন উইলিয়ামসন, রস টেলর, টম লাথাম, জিমি নিশাম, কলিন ডি গ্রান্ডহমি, টড অ্যাস্টেল, লকেই ফার্গুসন, ম্যাট হেনরি, ট্রেন্ট বোল্ট।

বাংলাদেশ জার্নাল/জেডআই

  • সর্বশেষ
  • পঠিত