ঢাকা, শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১ আপডেট : ২৮ মিনিট আগে
শিরোনাম

ডিপিএল

সৌম্যের ডাবল সেঞ্চুরি,চ্যাম্পিয়ন আবাহনী

  স্পোর্টস ডেস্ক

প্রকাশ : ২৩ এপ্রিল ২০১৯, ১৬:৪৪  
আপডেট :
 ২৩ এপ্রিল ২০১৯, ১৬:৫০

সৌম্যের ডাবল সেঞ্চুরি,চ্যাম্পিয়ন আবাহনী

ইতিহাস গড়লেন সৌম্য সরকার। লিস্ট ‘এ’ ক্যারিয়ারে প্রথম বাংলাদেশি ব্যাটসম্যান হিসেবে ডাবল সেঞ্চুরি করলেন তিনি। ভেঙেছেন একাধিক রেকর্ডও। সৌম্যর সংগ্রহ ১৫৩ বলে ২০৮ রান।

৫২ বলে নিজের হাফসেঞ্চুরি পূর্ণ করেন টাইগারদের এই ওপেনার। এরপর শতক করেন ৭৮ বলে। দেড়শতক যেতে তিনি খরচ করেন আরও ২৫ বল। মানে ৫২ বলে তার ব্যাট থেকে আসে ১০০ রান। ৪৫ ওভারে ৩ বলের সময় ১৪৭ বলে তুলে নেন নিজের প্রথম ডাবল সেঞ্চুরি। শেষ পর্যন্ত অপরাজিত থাকেন ১৫৩ বলে ২০৮ রানে।

ডাবল সেঞ্চুরি করার পথে সৌম্য মেরেছেন মোট ১৬টি ছক্কা। যা বাংলাদেশের লিস্ট এ ম্যাচে সর্বোচ্চ ছক্কার রেকর্ড। এতদিন এই রেকর্ডটি দখলে ছিল প্রাইম দোলেশ্বর স্পোর্টিং ক্লাবের ডানহাতি তরুণ সাইফ হাসানের। তিনি মেরেছিলেন ১৫টি ছক্কা।

৩১৮ রানের টার্গেটে খেলতে নেমে সৌম্য ও জহুরুলের দারুণ ব্যাটিংয়ে শেখ জামাল ধানমন্ডির বিপক্ষে জয় পেয়েছে আবাহনী। এতে ডিপিএল ক্রিকেট ২০১৮-১৯ মৌসুমে শিরোপা ধরে রেখেছে আবাহনী। টুর্নামেন্টে রানার্স আপ হয়েছে রুপগঞ্জ।

এর আগে অলরাউন্ডার তানবির হায়দারের ১১৫ রানের বিধ্বংসী ইনিংসের সুবাধে ৩১৭ রানের বিশাল পুঁজি দাঁড় করিয়েছে নুরুল হাসান সোহানের নেতৃত্বাধীন শেখ জামাল ধানমন্ডি ক্লাব।

  • সর্বশেষ
  • পঠিত