ঢাকা, শনিবার, ১১ মে ২০২৪, ২৮ বৈশাখ ১৪৩১ আপডেট : ২ ঘন্টা আগে
শিরোনাম

বার্সেলোনায় খেলার জন্য মুখিয়ে গ্রিজম্যান

  স্পোর্টস ডেস্ক

প্রকাশ : ২৪ জুলাই ২০১৯, ১৭:৩৯

বার্সেলোনায় খেলার জন্য মুখিয়ে গ্রিজম্যান

স্প্যানিশ প্রতিদ্বন্দ্বী অ্যাটলেটিকো মাদ্রিদ থেকে তিক্ত বিদায়ের পর ফ্রেঞ্চ তারকা আন্তোনি গ্রিজম্যান বলেছেন, বার্সেলোনার প্রতি সকল আগ্রহ ছিল এবং বার্সেলোনার জার্সি গায়ে মাঠে নামতে তিনি মুখিয়ে আছেন।

১২০ মিলিয়ন ইউরোর (১৩৫ মিলিয়ন মার্কিন ডলার) বিনিময়ে গ্রিজম্যান সম্প্রতি বার্সেলোনায় যোগ দিয়েছেন। কিন্তু অ্যাটলেটিকো মাদ্রিদের পক্ষ থেকে পরবর্তীতে বলা হয়েছিল বিশ্বকাপ জয়ী এই ফ্রেঞ্চ তারকার জন্য বার্সেলোনার আরো বেশি অর্থ দেয়া উচিত ছিল। কিন্তু এক সাক্ষাতকারে গ্রিজম্যান বলেছেন, ‘আমি আমার ট্রান্সফার নিয়ে দারুণ খুশী। এখন যত দ্রুত সম্ভব মাঠে নামতে আমি মুখিয়ে আছি। অ্যাটলেটিকোর সকল খেলোয়াড়ের প্রতি আমার শুভকামনা থাকলো। বার্সেলোনার জার্সি গায়ে আমি শতভাগ দেবার চেষ্টা করবো।’

গ্রিজম্যানের রিলিজ ক্লজ নিয়ে বার্সেলোনার প্রস্তাব ভিন্ন থাকলেও অ্যাটলেটিকো জানিয়েছে জুলাইয়ের শুরুতে কাতালান জায়ান্টরা তার বাই-আউট মূল্য ২০০ মিলিয়ন ইউরো থেকে কমিয়ে এনেছে। এ ব্যপারে অ্যাটলেটিকো ফিফার কাছে অভিযোগ করারও পরিকল্পনা করছে বলে ইঙ্গিত পাওয়া গেছে।

অ্যাটলেটিকো থেকে আসার আগে কোচ দিয়েগো সিমিয়োনের সাথে সুসম্পর্কের কারণে বিষয়টিতে গ্রিজম্যানের সম্মতি থাকলেও দলবদলের পর তিনি বার্সার সাথে প্রতিশ্রুতিবদ্ধ বলে জানিয়েছেন। এ সম্পর্কে তিনি বলেছেন, ‘আমার মন এখন সম্পূর্ণভাবে বার্সার সাথে। এখানকার খেলোয়াড়দের সাথে নিজেকে মানিয়ে নেবার উপরই এখন আমি বেশি মনোযোগ দিচ্ছি।’

  • সর্বশেষ
  • পঠিত