ঢাকা, শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১ আপডেট : ১৭ মিনিট আগে
শিরোনাম

ম্যাচের পিচে অনুশীলন করতে না দেওয়ায় ক্ষুব্ধ ভেট্টোরি

  স্পোর্টস ডেস্ক

প্রকাশ : ১৮ নভেম্বর ২০১৯, ১৫:১৭

ম্যাচের পিচে অনুশীলন করতে না দেওয়ায় ক্ষুব্ধ ভেট্টোরি

দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথম ম্যাচে বাজেভাবে হেরেছে বাংলাদেশ। পাঁচ দিনের টেস্ট ম্যাচ তিন দিনেও শেষ হয়ে যাওয়ায় ইন্দোরে অনুশীলনে ব্যস্ত ক্রিকেটাররা। আর অনুশীলন এর মাঝে মাঠের সেন্টার উইকেটে বাংলাদেশ দলকে অনুশীলন করতে না দেওয়া মাঠ কতৃপক্ষের উপর যথারীতি ক্ষেপে গেলেন বাংলাদেশের স্পিন কোচ ড্যানিয়েল ভেট্টোরি।

ইন্দোরে অনুশীলন এর সময় ভারতীয় দল সেন্টার উইকেটে অনুশীলন করলেও বাংলাদেশকে সেন্টার উইকেটে অনুশীলন করতে দেওয়া হয়নি। ভারত ও বাংলাদেশ দুই দলই হলকার স্টেডিয়ামে অনুশীলন করে। এ সময় ভারতীয় ক্রিকেটাররা সেন্টার উইকেটে অনুশীলন করেন। বাংলাদেশ দলও নিজেদের প্র্যাকটিস সেশনে সেন্টার উইকেটে অনুশীলন করতে চায়।

কিন্তু মাঠ কতৃপক্ষ বাংলাদেশ কে ম্যাচের পিচ না দেওয়ায় যথারীতি ক্ষুব্ধ হয়ে ওঠেন টাইগারদের স্পিন কোচ ড্যানিয়েল ভেট্টোরি। স্টেডিয়াম কর্তৃপক্ষের যে কর্তা ম্যাচের পিচ দিতে অস্বীকৃতি জানান, তাকে আইসিসির সমান সুযোগ-সুবিধা দেওয়ার নিয়মের কথাও নাকি মনে করিয়ে দিয়েছিলেন ভেট্টোরি।

তবে সেই কর্মকর্তা বলেন – ম্যাচ শেষ হয়ে গেছে, তাই এখানে আইসিসিরও কিছু করার নেই,তাই তাদের সিদ্ধান্তই মেনে নিতে হবে।

  • সর্বশেষ
  • পঠিত